রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬০ জন

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার কিছুটা কমলেও কমছেনা মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। জেলার একমাত্র করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এ নিয়ে, ভাইরাসটির উপসর্গ নিয়ে জেলায় বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছেন মোট ৫৩৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৯৯ জনের নমুনা পরীক্ষা শেষে ৬০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৩০ দশমিক ১৫ শতাংশ।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, এনিয়ে জেলায় বৃহস্পতিবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৪৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭৫ জন। এছাড়া বর্তমানে ২৩৫ জন করোনা আক্রান্ত রোগী সরকারী মেডিকেলল কলেজ হাসপাতালে ও বিভিন্ন বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনা সংক্রমন প্রতিরোধে তিনি এ সময় সকলকে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলার এবং মাস্ক পরার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!