
শীতের সকাল
কবি তানভীর আহমেদশীতের সকালে নেমে আসে কুয়াশার চাদর,
নিস্তব্ধ প্রকৃতি বাতাসে স্নিগ্ধতার আস্তর!
মাটির বুকে জমে থাকে শিশিরের কণা,
শীতের সকালে অলসতা গায়ে বোনা!খেজুর গাছে বাঁধা থাকে মাটির কলস,
নতুন সকালে জেগে উঠি কাটিয়ে অলস!
খেজুরের রসে মিশে শীতের মধুর গান,
তোমার ঠোঁটের হাসি যেন প্রভাতের ধ্যান!সূর্য উঠে ধীরে, মেঘের ফাঁকে উঁকি,
তবু যেন থমকে যায় সময়ের ফাঁকি!
তাপ ছড়ায় সুর্য নরম আলোর মায়া,
শীতল হাওয়ায় কাঁপে প্রকৃতির ছায়া!প্রকৃতি ঘুমিয়ে যখন অলস সকাল জাগে,
কাজে চিন্তাই সবকিছুই দেরি দেরি লাগে!
মাটির কোল থেকে ধোঁয়া ওঠে ধীরে ধীরে,
গ্রামের টং ঘরে গরম চায়ের নেশা ঘিরে!কুয়াশায় গলে যায় জমে থাকা সময়,
সূর্যের তাপে উধাও অন্তরের যত ভয়!
খেজুরের রস, কুয়াশা আর ভোরের আলো,
শীতের সকালে দুর হউক যত মন্দ কালো!