রোদ্দুপুরে আকাশ যেন
আধার ঘন মেঘলা,
থমকেযাওয়া সময় নিয়ে
কেমনে যাবে পথচলা!
হাসিমুখে ও ছুরির ফলা
বোঝা বড়ই দায়,
স্বার্থ পর কায়ার মাঝে
মানুষ বড় অসহায়।।
রাতের আঁধার সবগ্রাসি
ভয়ে সবাই সাবধান,
দিনের আলোয় আধার এলে
কিসে আছে সমাধান।
মানব সমাজ ভরে আছে
জটিল মনের প্রাণী,
চলছে খেলা দিবা রাতি
শ্রদ্ধা বোধে টানাটানি।।
মনুষ্যত্বের সংকটে আজ
হৃদয় বড় কঠিন পাথর,
নকল যেন আসল হয়ে
বাড়ায় কত রংবাহার।
শত ধীক আছে যত
এমন বেশে অতি আপন,
মেঘলা আকাশ কেটে গিয়ে
আলোয় ভরুক এ ভুবন।
লেখক: কবি গাজী নাসির উদ্দীন, সহকারী অধ্যাপক সাতক্ষীরা মেডিকেল কলেজ।