জেলা মানব পাচার প্রতিরোধ কমিটিতে শিশু ও যুব অন্তর্ভুক্তি এবং মাসিক ও ত্রৈমাসিক প্রতিবেদনের গুরুত্ব বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২০) বিকাল ৩টায় সাতক্ষীরা ইনসিডিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তানে শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় জেলা মানব পাচার প্রতিরোধ কমিটিতে শিশু ও যুব অন্তর্ভুক্তি এবং মাসিক ও ত্রৈমাসিক প্রতিবেদনের গুরুত্ব বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফাতেমা জোহরা।
সভায় অংশ গ্রহণ করেন জেলা মানব পাচার প্রতিরোধ কমিটি সদস্য ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, জেলা তথ্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, জেলা জনশক্তি ও কর্মসংস্থানের সহকারী পরিচালক মোস্তফা জামান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কেএম মিজানুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্ঠিপাত পত্রিকার সম্পাদক জিএম নূর ইসলাম, নির্যাতিত নারীদের পক্ষের আইনজীবী মোঃ মোস্তফা আসাদুজ্জামান দিলু, লিগ্যাল এইড আইনজীবী মোঃ মুনিরুদ্দীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তার অফিস ইনচার্জ শেখ রফিকুল ইসলাম, ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিক, আনসান ও ভিডিপি কর্মকর্তা মোঃ ওবাহদুর রহমান, এনজিও প্রতিনিধি- জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার এবিএম মোহিদ হোসেন, সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের লিয়াজো অফিসার মোঃ রুহুল আমীন, অগ্রগতি সংস্থার মনিটরিং অফিসার মোঃ মোজারুল ইসলাম, ক্রিসেন্ট সংস্থার আবু জাফর সিদ্দিকী, এনসিটিএফ এর সভাপতি ও সাধারণ সম্পাদক পূজা দাশ ও সুজিত পাল। সভাটি সঞ্চালনা করেন ইনসিডিন বাংলাদেশ এর সাতক্ষীরা প্রতিনিধি সাকিবুর রহমান বাবলা।