৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (১ম ধাপ) উপলক্ষে যশোরে জেলার মনিরামপুর ও কেশবপুর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বুধবার (০৮মে’২৪) সকালে সরেজমিনে পরিদর্শন করেন মঈনুল হক বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা।
পরিদর্শকালে তিনি নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষাপূর্বক নির্বাচনকে অবাধ, সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য দায়িত্বরত অফিসার ও ফোর্সদেরকে সু-নির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ভোটারদের ভোট কেন্দ্রে আসা-যাওয়া সহ ভোট প্রদানে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা সে বিষয়ে ভোটারদের সাথে কথা বলেন এবং ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের পরামর্শ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জয়দেব চৌধুরী বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ, প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), পুলিশ সুপার, যশোর, মেজর শাকিব হোসেন, কোম্পানি কমান্ডার, যশোর ক্যাম্প, র্যাব-৬, মোঃ আনিছুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, যশোর সহ নির্বাচন ডিউটিতে নিয়েজিত জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।