শুক্রবার, ১০ মে ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি দোলনের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন ইঞ্জিঃ সুমনসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ কলারোয়ায় স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্স সমাপ্তি।। সনদপত্র বিতরণ দেবহাটায় ১৩শ কেজি অপরিপক্ক ক্যামিকেল মিশ্রিত আম বিনষ্ট দেবহাটায় এ্যাডভোকেসী মেলা উপলক্ষ্যে প্রস্তুতি সভা ব্যক্তি স্বার্থে ভোমার স্থল বন্দরের রাজস্ব আদায়ের বাধা সৃষ্টি গোপালগঞ্জের ৩ উপজেলায় চেয়ারম্যান পদে বিমল কৃষ্ণ, বাবুল শেখ ও কামরুজ্জামান ভূইয়া বিজয়ী ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে চাঁদাবাজি ও বিভিন্ন দপ্তরে হয়রানির প্রতিবাদে যৌথ সভা অনুষ্ঠিত  তালায় ১০ লাখ টাকা প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত প্রধান শিক্ষক ইষ্টম দাস জামিনে মুক্তি সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জের পল্লীতে বজ্রপাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

কালিগঞ্জের মানবাধিকার কর্মী মোসলেম আলীর স্ত্রী আকলিমা আর নেই

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম আলীর স্ত্রী আকলিমা খাতুন শনিবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে বার্ধক্যজনিত কারণে কালিগঞ্জ উপজেলার চাঁচাই গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি নিঃসন্তান ছিলেন।

আজ রবিবার বাদজোহর চাঁচাই পূর্বপাড়া জামে মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার জানাযায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হক, সাংবাদিক রঘুনাথ খাঁ, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম প্রমুখ।

বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক জানান, মোসলেম আলী একাধারে ছিলেন বিশিষ্ঠ মানবাধিকার কর্মী ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে তিনি ২০১৩ সালে জামায়াত বিএনপি’র নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। এমনই এক পরিস্থিতিতে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর বিজিবি’র সঙ্গে থেকে সড়কের উপর থেকে গাছের গুড়ি সরিয়ে বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর চৌমুহুনীতে আসা মাত্রই মোটর সাইকেল দাঁড় করিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এজাহারভুক্ত আসামী বন্দকাটি গ্রামের বিএনপি নেতা হাফিজুর রহমান শিমুল, দারুল উলুম চৌমুহুনী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের হেলালী, কুশুলিয়া দাখিল মাদ্রাসার সুপার ফতেপুরের মোমিনুর রহমান, আব্দুর রহমান ওরফে মনতাজুর. কুদ্দুস, বাহারুল, আব্দুর রহিমসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হলেও বিচার বিলম্ব হওয়ার কারণে গত ৯ বছরেও তাদের বিচার হয়নি। বিচারকার্যক্রম দ্রুত করার লক্ষে আকলিমা খাতুন বারবার আদালতে ছুঁটেছেন। দারস্ত হয়েছেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. ওসমান গণিসহ জ্যেষ্ঠ আইনজীবীদের। এরপর আদালত পাড়ায় দৌড়ে যাচ্ছেন মোসলেম আলী ও আকলিমা দম্পতির পালিত সন্তান জাকির হোসেন।

একপর্যায়ে আকলিমা খাতুন ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। মৃত্যুর আগে স্বামীর বিচার দেখে যাওয়ার জন্য তিনি বারবার আকুতি জানিয়েছেন। দীর্ঘদিন তিনি শর্য্যাশায়ী ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামীলীগ নেতা কর্মীরা ছিল মোসলেম- আকলিমা দম্পতির সন্তান ও ভাই সমতুুল্য। জীবনের শেষ দিনটি পর্যন্ত তারা অসহায় ও দরিদ্র মানুষের পাশে ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৫ অপরাহ্ণ
  • ১৯:৫৭ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!