শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর দেবহাটার শিক্ষার্থীদের সংগঠন দরদির স্মারকলিপি প্রদান তালায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার সাতক্ষীরা সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে পাচারকালে ২ বাংলাদেশী আটক সাতক্ষীরার মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতির কোন ঘাটতি নেই: ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জেলা হিসেবে সাতক্ষীরা অনেক ক্রীড়াবিদ উৎপাদন করে-ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ  সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের রমনা কালী মন্দির পরিদর্শন কালিগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীমের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন  যেভাবে কারামুক্তি হলো বেসরকারি নারী উন্নয়ন সংগঠন “প্রেরণা’র” শম্পা গোস্বামী হিন্দু ধর্মালম্বীদের উপর আঘাত আসলে সামনে থেকে তা প্রতিহত করবো-সাবেক এমপি হাবিব

“আমার রবীন্দ্রনাথ” > শেখ মফিজুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬০ বার পড়া হয়েছে

এই যে বসে আছি অকালের কালে মহাদুর্দিনে
প্রতি দিন কেউ না কেউ হারাচ্ছে প্রিয়জন,
ভাবছে তবে কি কোন সুখের দিন নেই
দুঃখ কষ্টের মাঝে নেই কোন আনন্দের ছটা?
কবি গুরু যেন কবিতার পাতায় ভর করে
সম্মুখে আসলেন, বললেন যেন-
” আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দগন লাগে
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। ”
এই লাইনগুলো পড়েই মনের মধ্যে কী এক
সান্তনার পরশ পাই, খুঁজে পাই মনের শান্তি।
এযেন শান্তি নিকেতনে কবি গুরুর নিজেরই বানী-
” তিনি আমার প্রাণের আরাম
মনের আনন্দ, আত্মার শান্তি ” ….
কখন কীভাবে যেন আমাদের প্রাত্যহিক জীবনে
রবীন্দ্রনাথ জড়িয়ে গেছে নিজেদেরই অজান্তে
গানে কবিতায়, ছন্দে-আনন্দে, সুখে-বিরহে
ছায়া হয়ে মায়া হয়ে কায়াহীন
রবীন্দ্রনাথ আছে জড়িয়ে।

মনে পড়ে সেই ছােট্ট বেলায় স্কুলের সমাবেশে দাঁড়িয়ে
গলা ছেড়ে গাওয়া প্রাণ ছোঁয়া জাতীয় সংগীত-
‘ আমার সােনার বাংলা, আমি তােমায় ভালবাসি ‘
অর্থ বুঝে গেয়েছি কজন?
কিন্তু ভালবাসা ঠিকই ছিল শতভাগ।
এখানেই সফল ভালােবাসার রবীন্দ্রনাথ।
জীবনের যৌবনে কত রঙ এসেছে রাঙাতে
ফাগুনের শিমুল বন রাঙাতে চেয়েছে এই মন
কিন্তু মনের আর্গল ভেঙ্গে আসেনি কোন ভাষা
কবিগুরু তুমিই এসেছে কচি প্রাণে ভালােবাসা নিয়ে
মনের অন্দরে বলেছে যেন-
” আমারই চেতনার রঙে পান্না হল সবুজ
চুনি উঠলাে রাঙা হয়ে।
আমি চোখ মেললুম আকাশে-
জ্বলে উঠলাে আলাে পুবে-পশ্চিমে।
গােলাপের দিকে চেয়ে বললুম
“সুন্দর — সুন্দর হল সে ”।

কর্মজীবনে শত ব্যথ্যা, ব্যর্থতার ঘনঘটা
কে যে বন্ধু, কে শত্ৰু কিছুই যায় না বােঝা
মাঝে মাঝে কী এক ক্লান্তি করে ভর।
মন চলে যেতে চায় কোন সুদূরে
কিন্তু থেমে যায়নি তারই কথায়-

” ঘদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে,
সব সংগীত গেছে ইংগিতে থামিয়া,
যদিও সংগী নাহি অনন্ত অম্বরে,
যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া,
মহা আশংকা জপিছে মৌন মন্তরে,
দিক্ দিগন্ত অবগুণ্ঠণে ঢাকা-
তবু বিহঙ্গ, ওরে, বিহঙ্গ মাের,
এখনি, অন্ধ, বন্ধ করাে না পাখা ”।

হতাশায় পাখা না থামালেও
জীবনের গতি কমায়ে এই পাখা থামায়ে
চলে যেতে হবে একদিন।
শূন্য খেয়া ঘাটে কোন তরণী
আমার জন্য প্রতীক্ষায় থাকবে কি?
হয়তো থাকবে, হয়তো না।
আমি শুধু জানি—

” মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
এই সূর্য করে এই পুষ্পিত কাননে
জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৫৯ অপরাহ্ণ
  • ১৭:৪১ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ৫:৫৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!