হ্রদয়ের ভাড়াটিয়া
পার্থিব ও অপার্থিব যা আছে সবই অস্থায়ী,
কবি ও কবিতার বেঁচে থাকার মেয়াদও!
এ নশ্বর পৃথিবীও সীমাবদ্ধ মহাকালে বিলীন
আমার ও পৃথিবীর মধ্যে হওয়া চুক্তিও!!কি ভীষণ অস্থায়ী দরিদ্র ভাড়াটিয়া আমি
একটি হ্রদয়ের বড্ড অভাববোধ করেছি!
এক হাজার বছর ধরে ছয়বার জন্মে
তীব্র একাকিত্ব ও অসহায়ত্বে মরেছি!!শেষ জন্মে তোমার দামী হৃদয় বেছে নিলাম,
ভাড়া করবো বলে অস্থির মন স্থির করেছি!
ভাড়া এ গরীব দেহের ধনী আত্বাকে জানাও,
একাগ্রতার আবেগে তোমার হ্রদয়টি চেয়েছি!!আমিতো একাই বাঁচতাম, মরতাম
কেন সামনে এসে দেখা দিলে আজি!
হ্রদয়ের বিনিময়ে মুল্য কতটা দিতে হবে,
তা জানার জন্য ইনবক্সে যেতেও রাজি!!একজন ভাড়াটিয়া হিসাবে হ্রদয়টা পেলে,
নিশ্চিতভাবে সেটার সর্বোচ্চ যত্নই নেবো!
যে সম্পর্কে তুমি সুনিশ্চিত হতে পারো,
আপাতত তোমার হৃদয় কি আমার করে পাবো!!তুমি চাইলে কালই কেসিসি মার্কেটে বসে দুজনে
তিনশত টাকার স্ট্যাম্পে হ্রদয় ভাড়ার চুক্তিনামাতে!
একটি ইজারা করবো নিরানব্বই বছরের জন্য,
আমার শেষ জন্মের পুরোটায় কেটে যাবে তাতে!!চুক্তিনামার ইজারাতে যদি স্বাক্ষর করি,
কতদিন তোমার হৃদয় ভাড়া নিতে পারি
আমি তোমার হ্রদয়ের যোগ্য ভাড়াটিয়া না হলে
কত দিনের নোটিসে উচ্ছেদ করবে তাও লিখো!
সম্পত্তি হস্তান্তর আইন কি প্রযোজ্য হবে উচ্ছেদে?আচ্ছা তোমার হ্রদয় স্থাবর নাকি অস্থাবর সম্পত্তি!
চুক্তিনামার সকল শর্তাবলী যথাযথ পরিপালনে
হ্রদয়ের কি মালিকানা আদৌ পাবো কোনদিন!!
পেলেও কত অংশ বা কতদিন পরে তাও লিখো!!এই হ্রদয়ের আপাত মনিব যদি কোন এক ক্ষণে,
নিলামে বিক্রির সিধান্ত নেন তোমার এই হ্রদয়!
দরিদ্র চুক্তিবদ্ধ ভাড়াটিয়া সর্বোচ্চ অগ্রাধিকার পাবো?
তখন হ্রদয়ের বর্তমান মনিবের জন্য হয়োনা সদয়!!সবশেষে একটা কথা জেনে রেখো খুব করে,
লিমিটেশন এক্টের পয়ষট্টি ধারার শর্ত পেয়ে!
একটানা বারো বছর ঘাপটি মারা ভাড়াটিয়া হয়ে,
খুলনা দেওয়ানি আদালতে মালিকানা নেবো চেয়ে!!বিজ্ঞ বিচারকের সোলেনামা মেনে নিও প্রিয়া,
নাহলে বুঝো আইন আদালতের ক্ষমতা বেশ ভারি!
তোমার হ্রদয়ের মনিব মেনে না নিলে সোলেনামা,
ডিক্রিজারি করিয়ে দেওয়ানি করবো ফৌজদারি!বিনা বাধায় বিনা দ্বিধায় শুধু আবেগের বশে,
সই করতে রাজি না দেখেই ভাড়ার চুক্তিনামায়!
ভীষণ প্রেম,ভালোবাসা ও মায়াতেও না পেয়ে,
চুক্তিনামার মাধ্যমেই পেতে হচ্ছে তোমার হ্রদয়!