পদ্মা তোমাকে নিয়ে
– কবি শেখ মফিজুর রহমানআমি শুধু দেখছি তোমার বয়ে চলা
কখনো প্রমত্তা আবার কখনো শীর্ণকায়া।
কোন কষ্ট বুকে নিয়ে, কোন অভিমানে
ছুটে চলো নিরবধি – সত্যিই জানি না।
আমার বড্ড জানতে ইচ্ছে করে
এই যে ছুটে চলো, বয়ে চলো নিরন্তর
এর মাঝে দুঃখটা কী?
কার প্রতি আক্রোশে ভাসিয়ে দাও দু কূল
কার প্রতি অভিমানে বিষন্নতায়
নিজের মাঝে নিজেকে গুটিয়ে শুকিয়ে যাও?তোমার জন্ম ইতিহাস অজানা
তোমার মৃত্যু অনিশ্চিত।
মাঝের ইতিহাস শুধু ছুটে চলা, বয়ে যাওয়া ইতিহাস।
কোন রূপসী পা ভিজিয়েছিলো তোমার পানিতে
কোন জননীর বুকের সম্বল লুটে নিয়েছিলো
তোমার বিশাল ঢেউ।
কোন রাজা, রানীর বিলাসী প্রমোদ তরী
ভেসেছিলো তোমার জলে।
এই সব, সব কিছুর ইতিহাস তোমার বুকে।
সেই রূপসী কন্যা নেই, জননীর জল
রাজা, রানী, রাজ প্রাসাদ কিছুই নেই।
তুমি নিজেই এক জীবন্ত ইতিহাস হয়ে
মানুষের জীবনের ভাঙা গড়া
দেখতে দেখতে ছুটে যাচ্ছো।
অন্যের ভাঙা গড়ার কারণ হয়ে ছুটে যাচ্ছো।পদ্মা, প্রকৃতির অপার বিস্ময় কন্যা!
তোমাতে মুগ্ধ আমি, বিস্মিত আমি
লিখে গেলাম তোমার প্রশংসা গাঁথা।