বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে তিনজনই নতুন মুখ নির্বাচিত কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ডিসি ও এসপি’র ভোটকেন্দ্র পরিদর্শন তালায় চেয়ারম্যান প্রার্থী মশিয়ারের চিংড়ি মাছ প্রতীকের গণসংযোগ দেবহাটার নওয়াপাড়ায় ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটির সভা দেবহাটায় কিশোরী প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সেবা বিষয়ক ক্যাম্পেইন   রবীন্দ্রনাথ ঠাকুরের গান-কবিতা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তির ক্ষেত্রে প্রভূত সাহস যুগিয়েছিল-মমিনুর রহমান মুকুল তালায় ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে গণসংযোগ তালায় ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের জনসভায় লোকে-লোকারণ্য গোপালগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার আল-বেলী আফিফা ডিআইজি, খুলনার মনিরামপুর ও কেশবপুর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন

কলারোয়ায় ভাসুরপুত্র জিয়ারুল কর্তৃক বিধবা চাচীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় ভাসুরপুত্র জিয়ারুল কর্তৃক বিধবা চাচীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, কলারোয়া উপজেলার খোর্দ্দ গ্রামের মৃত মোজাম সরদারের স্ত্রী ভুক্তভোগী নাছিমা খাতুন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত ১৩ বছর আগে আমার স্বামীর অকাল মৃত্যু হয়। খোর্দ্দ মৌজায় স্বামীর রেখে যাওয়া দখলীয় সম্পত্তি জে এল ১০৩, খতিয়ান নং- ৩৬, দাগ নং ৯৪৬ এর ১০ শতক সম্পত্তির মধ্যে ৭.৭০ সম্পত্তি যুগ যুগ ধরে আমরা ভোগদখল করে আসিতেছি। স্বামীর মৃত্যুর পরে আমার ভাসুর নাজেম সরদারের পুত্র জিয়ারুল ইসলাম গংসহ স্থানীয় জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসীরা ওই ৭.৭০ শতক সম্পত্তি গত ০৫/০৪/২০২২ তারিখ আনুমানিক সকাল ৮টার দিকে জোরপূর্বক দখলের উদ্দেশ্যে মাটি কেটে গর্ত করেন। আমি বাধা দিতে গেলে খুন জখমের উদ্দেশ্যে দা লাঠি, শাবল রড নিয়ে আমার উপর তারা ঝাপিয়ে পড়েন। ওই দিন এ ঘটনায় আমি কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাজ করতে নিষেধ করেন। পুলিশ চলে আসার পর পুলিশের নির্দেশ অমান্য করে তারা আবারো সেখানে কাজ শুরু করলে আমি সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি ১৪৫ ধারায় আবেদন করি। আদালত আমার আবেদনের প্রেক্ষিতে সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হলেও আদালত এবং পুলিশের নির্দেশ অমান্য করে উল্লেখিত জিয়ারুল গং স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সেখানে কাজ অব্যাহত রাখেন।

তিনি আরো বলেন, উল্লেখিত জিয়ারুল আমার ভাসুর পুত্র এবং পাশাপাশি বাড়ি হওয়ায় বিভিন্ন খুটিনাটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে তিনিসহ স্থানীয় জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসীরা আমাদের হুমকি ধামকিসহ নানাভাবে হয়রানি করে থাকেন। এছাড়া আমার স্বামীর প্রাপ্য অংশে ঘেরা বেড়া দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করলেও আমার স্বামী মারা যাওয়ার সুযোগে উল্লেখিত জিয়ারুল অবৈধ লোভ ও লাভের বশবর্তী হয়ে আমাদের সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্তে লিপ্ত রয়েছেন। আমরা বর্তমানে জিয়ারুল ও তার সন্ত্রাসী বাহিনীর দাপটে দিশেহারা হয়ে পড়েছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত জিয়ারুল গংয়ের কবল থেকে তার স্বামীর সম্পত্তি রক্ষা এবং তিনিসহ তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ১৯:৫৩ অপরাহ্ণ
  • ৫:২১ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!