শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

গাঁজাবাহী ট্রাক আটকাতে গিয়ে র‍্যাব-১ এর সদস্য নিহত

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহে গাঁজাবাহী ট্রাক আটক করতে গিয়ে সেই ট্রাকচাপায় ইদ্রীস মোল্লা নামের এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন।

রবিবার উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিডস্টোর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল আশিক বিল্লাহ।

তিনি বলেন, টঙ্গী থেকে মাওনায় একটি গাঁজাবাহী ট্রাক যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পোড়াবাড়ী র‍্যাব-১ এর ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে গাঁজা বহনকারী ট্রাক থামানোর সংকেত দিলে চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এসময় ট্রাকটিকে আটকের জন্য মোটরসাইকেল নিয়ে ইদ্রীস মোল্লা ও সিনিয়র ডিএডি গোলাম মোস্তফা ধাওয়া করতে থাকে। পরে বাগেরবাজারে পৌঁছানোর পরই ট্রাকের পেছন থেকে একটি গাঁজাভর্তি বস্তা ফেলে দেয়া হয়। এসময় সিনিয়র ডিএডি গাঁজার বস্তাটি উদ্ধার করার জন্য মোটরসাইকেল থেকে নেমে পরেন। তবে ইদ্রীস আলী ট্রাকটিকে ধাওয়া করতে থাকেন। ট্রাকটি ভালুকার সিডস্টোর এলাকায় কোকাকোলা কোম্পানির সামনে পৌঁছালে র‍্যাব সদস্য মোটরসাইকেল দিয়ে ট্রাকের সামনে দাঁড়িয়ে ব্যারিকেড দেন। এসময় ট্রাকচালক মোটরবাইকটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ইদ্রীস মোল্লা ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন মো. তৈমুর আলী বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও হেলপার ও ড্রাইভার পলাতক রয়েছেন। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৭ অপরাহ্ণ
  • ২০:০০ অপরাহ্ণ
  • ৫:১৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!