করোনা ভাইরাস (COVID-19) বিষয়ক সচেতনতা বৃদ্ধি বা সৃষ্টিতে আজ রেডিও নলতা (99.2 FM) এর সাতক্ষীরার কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের ইউনিয়ন টিম লিডারদের নিয়ে একটি বিশেষ টক-শো অনুষ্ঠিত হয়।
এই টক-শো টি শুধুমাত্র রেডিও নলতায় (99.2 FM) শোনা যাবে দুপুর ২:৩০ মিনিটে, বিকাল ৪:৩০ মিনিটে এবং রাত ৯:০০ টার সময়। বিষয়ঃ করোনা নিয়ন্ত্রণ করতে কালিগঞ্জ উপজেলায়, কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের সদস্য, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউপি মহিলা সদস্য এবং গ্রাম পুলিশ’রা কি কাজ করছে!!! সাধারণ জনগণকে আরো বেশি সচেতন করতে করণীয় কি !!!স্বাক্ষতকার গ্রহণেঃ রাশিদা আক্তার, রেডিও নলতা অতিথিরা হলেনঃ আহমাদ উল্লাহ বাচ্চু, কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম, দেবাশীস বিশ্বাস, কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের মাস্টার ট্রেনার ও দক্ষিন শ্রীপুর ইউনিয়নের টিম লিডার, আমিনুর রহমান, কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের, চাম্পাফুল ইউনিয়নের টিম লিডার, আবু রায়হান, কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের মাস্টার ট্রেনার ও তারালী ইউনিয়নের টিম লিডার। উক্ত অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থপনায় ও নির্দেশনায় সেলিম শাহারীয়ার, স্টেশন ম্যানেজার রেডিও নলতা ও এডমিন (কো-অডিনেটর) কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম, নলতা, কালিগঞ্জ, সাতক্ষীরা।