মুক্তি!
আমি চাই হারিয়ে যেতে খুবভাবে,
দূরে কোথাও চলে যেতে বহুদুরে!
আবার শুরু করতে চাই সবকিছু,
ভীষণ নতুন ভাবে শুরু নতুন সুরে!চারা গাছ আজ বড্ড বড় বৃক্ষ,
অবলাটা আজ পাকা জানোয়ার!
আমার প্রয়োজনীয়তা আজ শুন্য,
নোংরা স্থান ছেড়ে প্রস্থান দরকার!আমি চাই অতীতের ভ্রম মুক্তি,
আমি চাই তীব্র সংশোধন হই!
পুর্বের মুর্খতার থেকে পরিত্রাণ,
মৃত্যু যন্ত্রণা থেকে মুক্ত যেন হই!এ মন ও দেহের এক একটি অংশ,
প্রতিদিন একটু একটু করে মরে!
এর চেয়ে নিস্কৃতিই ঢেড় ভালো
বাঁচতে আমার ভীষণ ইচ্ছে করে!বর্তমান ও অতীতের ছাড়পোকা
প্রত্যহ আমাকে কুড়ে কুড়ে খাই!
জীবন থেকে না পালিয়ে আমি
নতুন জীবনের সন্ধান যে চাই!