বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কেমিকেল মিশিয়ে ঢাকায় পাঠানোর সময় সাতক্ষীরায় ৫ ক্যারেট আম জব্দ আশাশুনীর রাধাবল্লভপুরে ভূমিহীন পল্লীতে হামলায় ১৬ আসামী জেল হাজতে সম্প্রীতির সাতক্ষীরা গড়ায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করলেন সাতক্ষীরাবাসী কালেরকণ্ঠের সাংবাদিক টিপুকে অন্যায়ভাবে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় বসত ঘর থেকে পাওয়া গেল কালাচ সাপের দুইশত পিস বাচ্চাসহ শতাধিক ডিম সাতক্ষীরা ডিবি গার্লস স্কুলে নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন সাংবাদিক এম কামরুজ্জামান অসুস্থ, সাতক্ষীরা প্রেসক্লাবের সুস্থতা কামনা আশাশুনিতে কলেজ ছাত্রী অপহরণ, দেড় মাসেও উদ্ধার হয়নি ভিকটিম গোপালগঞ্জে বিশ্ব অটিজম দিবস পালিত ওয়ার্কার্স পাটির জেলা সভাপতি অধ্যক্ষ মহিবুল্লাহ আর নেই

কালিগঞ্জে কুপ্র*স্তাবে রাজী না হওয়ায় এক নারীকে এসি*ডে ঝল*সে দেওয়ার অভিযোগ

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

কুপ্রস্তাবে রাজী না হওয়ায় এক নারীকে এসিড মেরে ঝলসে দেওয়া হয়েছে। বুধবার (১৭ জুলাই ‘২৪) রাত ৯টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুরে প্রেরণা অফিস চত্বরে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসিডদগ্ধ ও নারীর নাম জাহানারা খাতুন (৪৫)। তিনি কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুরের আদম জোয়ার্দ্দারের স্ত্রী।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন জাহানারা খাতুন জানান, তিনি বেসরকারি সংস্থা প্রেরণা অফিসে রান্নার কাজ করেন। একই উপজেলার পানিয়া গ্রামের আব্দুল হামিদ তাকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিত। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হামিদ তাকে মোবাইল ফোনেও বিরক্ত করতো। বুধবার রাত ৯টার দিকে হামিদ তাকে মোবাইল ফোনে কালিগঞ্জ- শ্যামনগর সড়কে প্রেরণা অফিসের সামনে আসতে বলে। একপর্যায়ে তিনি সোয়াবিন তেল কেনার জন্য অফিস থেকে বের হয়ে রাস্তার উপর ওঠার আগেই হামিদ (৫৩) ও তার সহযোগী সাগরকে (২৫) রাস্তার উপর দঁাড়িয়ে থাকতে দেখেন। একপর্যায়ে হামিদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সাগর তাকে পিছন দিক থেকে জাপটে ধরে। হামিদ একটি বোতলে থাকা তরল পদার্থ তার মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। চেষ্টা ব্যর্থ হওয়ায় বোতলে থাকা এসিডে ঝলসে যায় তার মুখমণ্ডল, বুক, পেট ও শরীরের নীচের অংশ। তিনি চিৎকার শুরু করলে পালিয়ে যায় হামিদ ও সাগর। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সন্ধিগ্ধ আব্দুল হামিদ ও সাগর হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম জানান, জাহানারা খাতুনের শরীরে যে তরল পদার্থ ঢেলে দেওয়া হয়েছে কি ধরণের এসিড এই মুহুর্তে বলা যাবে না। তবে তার শরীরের ৩০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন জানান, খবর পেয়ে জাহানারদের বাড়িতে যেয়ে কাউকে পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!