শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

গাজীপুরে বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যুর ঘটনায় মদ সরবরাহকারীকে গ্রেফতার 

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৩ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে সারাহ রিসোর্টে মদ পানে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় মদ সরবরাহকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতরাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিং এ তথ্য জানানো হয়।গ্রেফতারকৃত জাহিদ মৃধা বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা এলাকার মৃত: তৈয়াব আলীর ছেলে।

জানা গেছে, রাজধানীতে এশিয়াটিক মার্কেটিং কোম্পানির আওতাধীন ফোরথট পিআর নামে একটি প্রতিষ্ঠানের ৪৩ কর্মী ২৮ থেকে ৩০ জানুয়ারী গাজীপুরের শ্রীপুরে সারাহ রিসোর্টে অবস্থান করে। ৩০ জানুয়ারী রিসোর্ট থেকে ঢাকায় ফেরার পর অন্তত ১৬জন কর্মী অসুস্থ্য হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। ওই রাতেই কাউসার হামিদ নামে একজন মারা যায়। পরেরদিন সিহাব জহির নামে আরও একজনের মৃত্যু হয়। ১ ফেব্রুয়ারী সকালে এমেএম শরীফ নামে আরও এককর্মীর মৃত্যু হলে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়। পুলিশ সিহাব জহির ও শরীফের লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা নেয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করে গতকাল রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে মদ সরবরাহীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই ধাপে মদ সরবাহের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৭ অপরাহ্ণ
  • ২০:০০ অপরাহ্ণ
  • ৫:১৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!