শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন

কাশিয়ানীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ১২০৮ বার পড়া হয়েছে

জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য লিলি রানী বিশ্বাস এর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং মন্দিরের জায়গা দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ভাদুলিয়া সার্বজনীন কেন্দ্রীয় রক্ষাচন্ডী মন্দির প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভাদুলিয়া সার্বজনীন কেন্দ্রীয় রক্ষাচন্ডী মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন, জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য ও মন্দির কমিটির সদস্য লিলি রানী বিশ্বাস।

এছাড়াও বক্তব্য রাখেন, ভাদুলিয়া সার্বজনীন কেন্দ্রীয় রক্ষাচন্ডী মন্দিরের সভাপতি রণজিৎ পোদ্দার, সাবেক সভাপতি অমূল্য কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক সুবোধ কুমার মৃধা, সহ—সভাপতি নিত্যানন্দ রায়, প্রতিবেশী এনায়েত হোসেন, যোগেশ চন্দ্র মৃধা প্রমুখ। বক্তারা বলেন, ঐতিহ্যবাহী ও প্রাচীনতম এই মন্দিরের চলমান উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতে এবং মন্দিরের জায়গা অবৈধভাবে দখল করতে প্রতিবেশী আঃ রাজ্জাক ও তাঁর সন্তানেরা উঠে পড়ে লেগেছে। তারা একের পর এক আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে এবং আমাদেরকে খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করে মন্দির ভাংচুরের হুমকি দিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের নিকট এর সুষ্ঠু প্রতিকার দাবি করছি।

এ সময় গোপালগঞ্জ জেলা ও কাশিয়ানী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও ভাদুলিয়া সার্বজনীন কেন্দ্রীয় রক্ষাচন্ডী মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৭ অপরাহ্ণ
  • ২০:০০ অপরাহ্ণ
  • ৫:১৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!