সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সহ করোনা আক্রান্ত হয়েছেন মোট ২০ জন, ২৯ জনের নমুনা টেষ্টে ২০ জনই করোনা পজেটিভ আসছে। প্রত্যেকের বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। এপর্যন্ত উপজেলায় ২শ ৫২ জনের নমুনা টেষ্টে মোট আক্রান্ত হয়েছেন ৭০ জন।
কালিগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) মোট ২৯ জনের নমুনা সংগ্রহ করে করোনা টেষ্টের জন্য পাঠানো হয়। রবিবার (১২ জুলাই) টেষ্টের রিপোর্টে ২০ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। সনাক্ত ব্যাক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান (৪০), মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সামিউল ইসলাম (৩৫), নলতা গ্রামের হারাণ সরকার (৩৯), একই গ্রামের প্রসাদ কুমার স্বর্ণকার (৬৫), ডাঃ তাহমিনা পারভীন (৩৪) , এস এম রিয়াজুল ইসলাম (৩৭), রূহিনা তাসনিম (৫০), তাসওয়াপ (১২), তাহিয়ান (০১), কালিগঞ্জ ইসলামী ব্যাংকের স্টাফ শমসের আলী (৫০), শরিফুল ইসলাম (৪৮), খলিলুর রহমান (৪৭), বাজার গ্রামের আব্দুল কাদের (৫৮), একই গ্রামের রহিমা খাতুন (৩৮), মহিম হোসেন (১৫), একই গ্রামের আবুল কাশেম (৪৮), কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এর অফিস সহকারী মাহাবুবর রহমান পাড় (৪০), শীতলপুর গ্রামের আকবার হোসেন (৪৫), রাফি হোসেন (১৮)।
করোনা পজেটিভ বিষয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান এর নিকট জানত চাইলে তিনি সত্যতা নিশ্চিত করেন।