বৈদ্যুতিক তার জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতের নাম কামরজ্জামান খোকন (৪০)। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের রমজান আলীর ছেলে।
মৃতের স্বজনরা জানান, ধান চাষ করার জন্য মঙ্গলবার সকাল ১১টার দিকে খোকন তার ছেলেকে নিয়ে বাড়ির পাশ পানি শুকানো ছোট মাছের ঘেরে যায়। সেখানে বিদ্যুৎ চালিত মোটরের সঙ্গে আর্থিং এর তার জুড়তে গেলে তিনি বিদ্যুৎয়ায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক সঞ্জীব সমাদ্দার জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।