সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার দেয়াড়া ইউনিয়নের মাঠপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছে আরো ছয় জন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রতিপক্ষ আনসার গাজীসহ ৪ জনকে আটক করেছে।
নিহতের নাম আমজাদ গাজী (৬৫)। তিনি ওই গ্রামের মৃত ওমর আলী গাজীর ছেলে। আহতরা হলেন, হাছিনা খাতুন (৫০), সোহেল (২৬), ফাতেমা খাতুন (২০), বিথি খাতুন (১৮), সালেহা খাতুন (৪৫) ও নুর জাহান (৪৫) সহ আমজাদ হোসেনের পুত্রবধূ ও দুই বছর বয়সী নাতি।
পুলিশ জানায়, আদালতে বিচরাধীন ও নিষেধাজ্ঞা জারীর পরেও ওই জমিতে আজ মঙ্গলবার সকালে আমজাদ গাজীসহ তার লোকজন ধান রোপনের জন্য চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ তার আপন চাচাতো ভাই আনসার গাজীসহ তার সস্ত্রাসী বাহিনী পূর্বপরিকল্পিতভাবে তাকে (আমজাদ গাজীকে) লক্ষ্যে করে বাঁশের লাঠি দিয়ে বেদম মারপিট করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আনছার আলী, ফুলমতি, রিতা খাতুন ও ফাহি নামে ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।