সাতক্ষীরার কালিগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। থেমে নেই আক্রান্তের সংখ্যা, এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৪৩ জনে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান জানান, বৃহস্পতিবার আক্রান্ত ব্যক্তিরা হলেন মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের বাবলা পাল (৩২), রতনপুর ইউনিয়নের কাঠুনিয়া গ্রামের আব্দুল জব্বার মোড়ল (৬০), নলতা ইউনিয়নের ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান (৪১), মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের নুরুজ্জামান গাজী (৪৩), গণপতি গ্রামের রাকিব হাসান (৩২) ও চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামের তাসলিমা খাতুন(৪৫)।
গত ৬ জুলাই তাদের নমুনা সংগ্রহ করে টেষ্টের জন্য প্রেরণ করা হয়। বৃহস্পতিবার তাদের রিপোর্ট পজিটিভ আসে। পরে আক্রান্ত এই ছয় ব্যক্তির বাড়ি কালিগঞ্জ উপজেলা প্রশাসনের মাধ্যমে কালিগঞ্জ থানা পুলিশ ও নিজ নিজ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর ও করোনা এক্সপার্ট টিমের সদস্যরা লকডাউন ঘোষণা করেন।