শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে বীর সেনানিদের বীরত্বগাঁথা-৯, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রকিবুর রহমান ১০ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার নতুন কমিটি গঠন: মোস্তফা সভাপতি ও বেলাল সম্পাদক  আদর্শ গ্রাম গড়ার লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষীন শ্রীপুর বিএনপি’র উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত কালিগঞ্জে কৃষকদলের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীতে সাইকেল র‍্যালী  সাতক্ষীরার বাশদহা ইউনিয়ন কৃষকদলের সমাবেশে জননেতা চেয়ারম্যান আঃ আলীম ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে মাজার হতে মিরপুর -১ নং ক্রসিং পরিহারে ডিএমপির জরুরী বার্তা  অজ্ঞাত অপেক্ষা- কবি তানভীর আহমেদ তালা কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ সভাপতি প্রশান্ত কুমার ঘোষ পুনরায় নির্বাচিত

যত দূরে যাই-শেখ মফিজুর রহমান সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা

শেখ বেলাল হোসেন::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৩৮৮ বার পড়া হয়েছে

যত দূরে যাই

ভালােবাসা, চার অক্ষরের একটি শব্দ
যার ব্যাপ্তি সারা পৃথিবী ব্যাপী।
যার কোন সীমা পরিসীমা নেই
নেই কোন দূরত্বের বাঁধা।
এই যেমন আমি আছি স্বদেশ থেকে বহু দূরে।
আত্নীয় স্বজন ছেড়ে বিদেশ বিভুয়ে।
হাড়ভাঙা পরিশ্রমে রাত নামে আমার।
ক্লান্তি দূর করতে অপেক্ষায় থাকে না কেউ।

মা তাঁর উদ্বিগ্ন মন নিয়ে
পথ চেয়ে থাকে সেই সুদূরে।
ছােট বােনটা নানান আবদার নিয়ে কথা বলে।
চোখভরা স্বপ্ন নিয়ে রাত জাগে ভালােবাসার বউ
আমি পড়ে আছি অনেকের স্বপ্নের বিদেশে।
সকাল থেকে রাত অব্দি অক্লান্ত পরিশ্রম করে
নিজের রক্ত পানি করে ডলার আয় করি।
নিজের খাবারের জন্য কিছু রেখে
বাকিটা পাঠিয়ে দিই বাবার কাছে।
কত জমি বন্ধক রেখে এসেছি এই
লাল নীল রঙিন স্বপ্নের দেশে।
স্বপ্নের দেশে এসে আশা আমার
ফিকে হয়ে আসে, মন ছুটে যায় স্বদেশে।

অনেকে বলে ভালােবাসা কাছেই থাকলে হয়।
আমি বলি ভুল, খুব ভুল কথা।
আমি তাে আছি হাজার মাইল দূরে
কিন্তু কই ভুলি নি তাে কাউকে।
হৃদয়ের মাঝে শক্ত বন্ধনে বাঁধা আমার পরিবার
মায়ের চেহারা ভাসে, পিতার স্নেহের চাহনী
আর ভাসে আমার স্ত্রীর ব্যথাতুর চেহারা।
বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় চলে এসেছি
সদ্য জন্ম নেয়া সন্তানের চেহারা দেখিনি এখনাে।
জানি না বাড়ী গেলে চিনবে কিনা আমায়
বাবা বলে ডাকবে কিনা।
ভালােবাসা সে এক আরাধ্য যেন
এই না দেখা সন্তানের প্রতি কী
এক অপত্য স্নেহ, নিঃস্বার্থ ভালােবাসা।

তবে প্রবাস জীবনে ভালােবাসা আছে
ভিন্ন রূপে, নতুন দর্পনে।
যাদের চিনি না, দেখিনি যাদের কখনাে
সেই সব দেশী ভাই বােনেরা নতুন ভালােবাসা।
কানাডা থেকে এলাে রুমী ভাই
জাপান থেকে সুমি-মামুন দম্পতি
আমি ছিলাম তাদের টুরিস্ট গাইড
একই দেশের নাগরিকের মাঝে
গড়ে উঠে কী অসীম ভালােবাসার সম্পর্ক।
নষ্টালজিক গল্প আর ফুরায় না
দেশ থেকে দূরে, ভালােবাসাহীন জীবনে
এই স্বদেশী ভায়েরাই মরুর বুকে মরুদ্যান।
তাই ভালােবাসার রঙ, রূপ, রস
কাছে দূরে, দেশে বিদেশে,
স্বদেশে প্রবাসে অভিন্ন, অকৃত্রিম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!