চাই!!
আমি আবারো তোমার প্রেমিক হতে চাই,
আবারো ষোল বছরের তরুন হতে চাই!
লুকিয়ে তোমার মায়াবী চোখ দেখতে চাই,
প্রথম দর্শনেই তোমার প্রেমে পড়তে চাই!
জীবনের প্রথম ও শেষ প্রেমে তোমাকে চাই,
প্রতি রাতে তোমাকে ধরে রাখতে চাই!
তোমার ভেতরে লুকাতে পালাতে চাই,
কান্না ব্যথা পেলে তোমাতে হারাতে চাই!
সারাজীবন ঐ হাত ধরে হাঁটতে চাই,
তোমাকে হাসি আনন্দে দেখতে চাই!
নিজ হৃদে তোমার হৃদস্পন্দনের অনুভব চাই,
ভিতরে তোমার উষ্ণতা অনুভব করতে চাই!
লাল গোলাপ এবং রজনীগন্ধা দিতে চাই,
মেঘ, রোদ, বৃষ্টি ও গোধুলি দিতে চাই!
সময়ের মধ্যে তোমাকে লালন করতে চাই,
তোমাকে নিয়ে কবিতা লিখতে চাই!
বেসুরো এ গলায় প্রেমের শোনাতে চাই,
প্রতিঘুমেই তোমার স্বপ্নে থাকতে চাই!
আমি মরে গেলেও তোমাকে ভালবাসতে চাই,
জীবন্ত আমার পাশেও তোমার অস্তিত্ব চাই!
প্রথম দর্শনেই সত্যিকারের ভালোবাসা তুমি,
এভাবেই এ জন্মে তীব্র ভালোবাসতে চাই!
ভালোবেসে সহস্র বছর বেঁচে থাকতে চাই,
এ জনমের মেয়াদ উত্তীর্ণ হলেও পরের জন্মে চাই!!