
সাতক্ষীরার তালায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে “দেশের চাবি আপনার হাতে” এই স্লোগান কে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও সচেতনতামুলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারী ‘২৬) বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। জেলা সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং অফিসার আফরোজা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ জুয়েল আরেফিন।
আরও বক্তব্য রাখেন, তালা থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শংকর দাশ, মোহাম্মদ আলী, দেলোয়ার হোসেন সোনা, আলাউদ্দীন সরদার, মনিরুল ইসলাম, মশিয়ার রহমান, কামরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অধিকতর গ্রহণযোগ্য করতে কাজ করছে সরকার। ভোটের দিন কেন্দ্র কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে। এদিন কোনো প্রকার বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আপনারা নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবার ভোটে ২টি ব্যালট পেপার থাকবে। একটি থাকবে প্রতিনিধি নির্বাচনের জন্য অন্যটি থাকবে হাঁ না ভোটের ব্যালট। যদি হাঁ ভোট জয়লাভ করে তাহলে আপনারাই রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারবেন। হাঁ ভোট নির্বাচিত হলে কোনো সরকার ফ্যাসিষ্ট হতে পারবে না। সরকার বিরোধী দলের মতামত ছাড়া কোনো কালা কানুন পাশ করতে পারবে না। একই ব্যক্তি ২ বারের বেশী প্রধানমন্ত্রী হতে পারবে না। ২ কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ হবে। উচ্চ কক্ষের অনুমোদন ছাড়া কোনো আইন পাস করা যাবে না। গণভোটে জুলাই সনদ পাশ হলে অন্যায় ভাবে কাহাকেও আটক করা যাবে না। সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটি থাকবে। বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, অন্যায় ভাবে কেউ আটক থাকবে না। এই সকল সুযোগ, সুবিধা ও অধিকার আদায়ের জন্য সকল শ্রণী পেশার মানুষ কে ভোট কেন্দ্রে যেতে হবে এবং হাঁ ভোট দিতে হবে বলে জানান তিনি।