সাতক্ষীরায় গণভোট সম্পর্কে নারী ভোটারদের সচেতনতায় উঠান বৈঠক
✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
প্রকাশের সময় :
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
৫৩
বার পড়া হয়েছে
সাতক্ষীরায় নারী ভোটারদের গণভোট সম্পর্কে সচেতন ও অংশগ্রহণ নিশ্চিত করতে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি ‘২৬) বেলা সাড়ে ১১টায় জাতীয় মহিলা সংস্থা, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশেষ এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
এসময় তিনি বলেন, গণভোট নতুন বাংলাদেশ বিনির্মানের প্রধান শর্ত। গণভোট মানে জনগণের সরাসরি মতামত জানানো। দেশের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের সিদ্ধান্ত নিতে সাধারণ মানুষকে হ্যাঁ বা না বলতে হবে। এজন্যই এই গণভোটের আয়োজন। আগামীর বাংলাদেশ এবারের গণভোটের উপর ভিত্তি করেই গড়ে উঠবে। এজন্য সবাইকে গনভোট দিতে হবে।
তিনি আরো বলেন, দেশের গণতন্ত্রকে আরও শক্ত ও বিশ্বাসযোগ্য করে তুলতে গণভোটের বিকল্প নেই। গণভোট জনগণের অধিকার ও ক্ষমতার বাস্তব প্রকাশ। তাই, আসুন আমরা গণভোটের এই আয়োজনে হ্যাঁ’তে সিল মেরে দেশ সংস্কারে শামিল হই।
বৈঠকে জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা। তিনি নারী অধিকার ও নির্বাচনে স্বাধীনভাবে সুচিন্তিত মতামত প্রকাশ ও আইন বিষয়ে আলোচনা করেন এবং গণভোটের বিশেষ গুরুত্ব তুলে ধরেন।
নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে বৈঠক শেষে অংশগ্রহণকারী নারীদের মাঝে নির্বাচনী সচেতনতামূলক গণভোটের লিফলেট বিতরণ করা হয় এবং সঠিক পদ্ধতিতে ভোট প্রদানের নিয়মাবলী বুঝিয়ে দেওয়া হয়।
বৈঠকে জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় নারী ভোটাররা উপস্থিত ছিলেন।