শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের আগরদাড়ীতে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত হ্রদয়ের ভাড়াটিয়া-কবি তানভীর আহমেদ তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন আশাশুনি কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব সরোয়ার হোসেন শ্যামনগরে উদ্ভাবনী কৃষি মেলা অনুষ্ঠিত তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী টুঙ্গিপাড়ায় ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা মুছা’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা সাতক্ষীরায় পাচারের শিকার ২৪ নারী ও পুরুষ এর জীবণ দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

গোপালগঞ্জে বয়স স্বল্পতায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত অধিকাংশ শিক্ষার্থীরা,উদ্বিগ্ন অভিভাবকরা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২৭১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বয়স স্বল্পতার কারণে এ বছর ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থীই বঞ্চিত হতে যাচ্ছে। অনলাইন আবেদনে বয়স ১১+ না হওয়ায় এমন সমস্যায় পড়েছেন তারা। আর এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকগণও। সন্তানকে নিয়ে ছুটছেন জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের দ্বারে দ্বারে।

সোমবার (২১ ডিসেম্বর ২০২০) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তিপূর্নভাবে অবস্থান করেন ভর্তির সুযোগ থেকে বঞ্চিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।

গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, ২০২০ শিক্ষাবর্ষে ৫ম শ্রেণিতে ভর্তি হয়েছিলো প্রায় ১৯ হাজার শিক্ষার্থী। করোনা পরিস্থিতির কারণে সব শিক্ষার্থীকেই পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হয়েছে এবং তাদেরকে প্রত্যয়নপত্র ও প্রদান করা হয়েছে। শহরের উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালেকা একাডেমী ও এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে খবর নিয়ে জানা গেছে, এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাশ করে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছু অধিকাংশ শিক্ষার্থীই একই সমস্যায় পড়েছে। এদের অধিকাংশেরই বয়স ১১+ না হওয়ার কারণে অনলাইনে আবেদন গৃহীত হয়নি। এতে অনেক শিক্ষার্থীর লেখা-পড়ায় ধারাবাহিকতা ব্যাহত হতে পারে, যা তার পরবর্তী জীবনেও প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে সন্তানদের ভর্তি নিয়ে উদ্বিগ্ন তাদের অভিভাবকেরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ও এসএমএস -এর মাধ্যমে ভর্তির আবেদন ও ফি প্রদান সংক্রান্ত নিয়মাবলী প্রকাশ করেছে। সে অনুযায়ী গত ১৫ ডিসেম্বর থেকে অনলাইনে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়। কিন্তু আবেদনে ন্যূনতম বয়সসীমা ১১+ নির্ধারিত থাকায় বয়স স্বল্পতার কারণে অধিকাংশ শিক্ষার্থীরই আবেদন গৃহীত হয়নি। এদিকে আবেদনের সময়সীমা শেষ হবে চলতি মাসের ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। ৩০ ডিসেম্বর অনলাইন লটারীর মাধ্যমে জানা যাবে কে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে।

গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো.আফতাবুর রহমান হেলালী বলেন, জাতীয় শিক্ষানীতি-২০১০ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ১ম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স হতে হবে ৬+ বছর এবং সে অনুযায়ী ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর বয়স হতে হবে ন্যূনতম ১১+ বছর। বয়স-স্বল্পতার কারণে এ বছর অনেকে ভর্তির সুযোগ হতে বঞ্চিত হচ্ছে জেনে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ করেছেন। কিন্তু কর্তৃপক্ষ সরকারি পরিপত্রের কোন ব্যত্যয় হওয়ার সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন বলে জানান তিনি।

করোনা ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছু কোমলমতি শিক্ষার্থীদের এবারের মত বয়সের নিয়মনীতি কিছুটা সিথিল করবেন, এমটাই প্রত্যাশা করে সরকার ও সংশ্লিষ্ট মহলকে অনুরোধ জানিয়েছেন অভিভাবকগণ।

পরে অভিভাবকদের পক্ষ থেকে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমানের নিকট চলমান সমস্যা নিরসনে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে জানাগেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!