সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় বুধবার সকাল ১০ টায় কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এর সভাপতিত্বে নলতা শরীফের শ্রদ্ধেয় খাদেম সাহেব হুজুরের দাফন সংক্রান্ত জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল, কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম জামি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সিফাত উদ্দিন, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন।
এছাড়াও কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মো : এনামুল হক খোকনসহ কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের অন্যান্য কর্মকর্তা -কর্মচারী উপস্থিত ছিলেন। জরুরী সভায় জানাজা, দাফন এবং দাফন পরিবর্তিতে করণীয় অনেক গুরুত্বপুর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। মরহুম খাদেম সাহেবের পীর আম্মার কবর সংলগ্নে দাফন সম্পন্ন হবে বলে জানাগেছে।
তবে জানাজায় স্বল্প সংখ্যক ব্যাক্তির অংশগ্রহনে অনির্ধারীত সময়ে সম্পন্ন করা হতে পারে এমনটা জানা গেছে।