সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মানবিক পুলিশ অফিসার ওসি (তদন্ত) জিল্লাল হোসেন কলোরায়া থানায় বদলি হওয়ায় পাটকেলঘাটার সর্ব স্তরের মানুষ দোয়া কামনা করেছেন।
গত ১৮ মাস পাটকেলঘাটা থানায় কর্মরত থাকা অবস্থায় আইনের সুশাসন বাস্তবায়ন সহ নানা সামাজিক কর্মকান্ডে নিজেকে মেলে ধরেছিলেন। পাটকেলঘাটা বাজারের রাস্তা সংস্কার সহ মাদক নির্মুলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।যেখানে অসংগতি সেখানেই মানুষটির কর্মতৎপর হয়ে পাটকেলঘাটার মানুষের হৃদয় নিংড়ানো ভালবাসায় সিক্ত হয়েছেন। গত ১৩ ই ডিসেম্বর মানবতার সেবক ওসি জিল্লাল হোসেন কে বদলি করা হয়। তিনি ১৪ ডিসেম্বর কলারোয়া থানায় যোগদান করেছেন। পাটকেলঘাটা থানার সর্বস্তরের মানুষ ওসি জিল্লাল হোসেন সার্বিক মঙ্গল কামনা করেছেন।