“সাতক্ষীরা জেলার কলারোয়া জয়নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নওশের আলীর পুত্র হত দরিদ্র মো: জাহাঙ্গীর হোসেনের মাটির ঘর ছিল ভারী বর্ষণ এর কারণে মো জাহাঙ্গীর হোসেনের ঘরটা ভেঙ্গে যায়। ঘর ভেঙ্গে যাওয়ার ফলে বসবাসের অনুপযোগী হয়ে যায়, তখন থেকে পরিবারের সদস্যনদের কে নিয়ে মো: জাহাঙ্গীর হোসেন মানবতার জীবন যাপন করে এব্যাপারে দেশ টাইমস deshtimes24.news সহ কয়েকটি নিউজ পোর্টালে রিপোর্ট ছাপা হলে। কলারোয়া আসাননগর মানবকল্যাণ ফাউন্ডেশন।
“যিনি মানুষকে সাহায্য করেন আল্লাহ তাঁর সাহায্যে সদা প্রস্তুত থাকেন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। এবং হত দরিদ্র মো: জাহাঙ্গীর হোসেনের অসহয়ত্য বিবেচনা করে “কলারোয়া আসাননগর মানব কল্যাণের” পক্ষ থেকে শনিবার (১৩ সেপ্টেম্বর ‘২৫) সকালে তাঁর পাকা ঘর নির্মাণ করার জন্য ইট প্রদান করা হয়েছে। ইট প্রদান করার সময় উপস্থিত ছিলেন আসাননগর মানব কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি আব্দুল মোনায়েম (সুপারিন্টেন্ডেন্ট, সিংনাল আদর্শ দাখিল মাদ্রাসা), আব্দুল্লাহ আল মামুন (বিশিষ্ট সমাজসেবক ও চাকরিজীবী), মো: জাহিদ হাসান (প্রভাষক) সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।