সাতক্ষীরার শ্যামনগরে ধর্ষণের চেষ্টাকালে যুবকের লিঙ্গ কর্তন করেছে গৃহবধু। পুলিশ ধর্ষন চেষ্টার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি গ্রামে।
গ্রেপ্তারকৃত যুবকের নাম খায়রুল ইসলাম (১৮)। তিনি উপজেলার দুর্গাবাটি গ্রামের কামরুল ইসলামের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, খায়রুল ইসলাম স্থানীয় এক গৃহবধুরকে নিয়মিত কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। বৃহস্পতিবার গৃহকর্তা না থাকার সুযোগ নিয়ে রাতে খায়রুল ওই গৃহবধুর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করলে তার লিঙ্গ কর্তন করে নির্যাতিতা গৃহবধু। এ সময় দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় খায়রুল। এরপর ওই গৃহবধু তার স্বামী শাশুড়িকে নিয়ে যুবকের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সতত্য যাচাই পুর্বক খায়রুলকে গ্রেপ্তার করেন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত যুবক খায়রুলকে থানায় আনার পর তাকে চিকিৎসা শেষে শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।