বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরার বর্ষীয়ান কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের ১৪তম মৃত্যু বাষিকী উদযাপিত সাংবাদিক রবিউল ইসলামের মাতার মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক জ্ঞাপন সাংবাদিক রবিউল ইসলামের মাতার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন আশাশুনির অনার্স পড়ুয়া রাজিব বিরল রোগে আক্রান্ত, বিত্তবানদের নিকট সাহায্যর আকুতি বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এম খলিলুল্লাহ ঝড়ুর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির গভীর শোক সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী এম খলিলুল্লাহ ঝড়ু

সাতক্ষীরার প্রিয় মুখ অগ্নিকন্যা খ্যাত জ্যোৎস্না আরা পেলেন জেলার শ্রেষ্ঠ “জয়িতা” সম্মাননা

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা উপজেলা ও জেলা পর্যায়ের শ্রেষ্ঠ “জয়িতা” সম্মাননা পেলেন জ্যোৎস্না আরা। বুধবার (৯ ডিসেম্বর ২০২০) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) এ,ক এম শফিউল আযম।

“মহিলা ও শিশু বিষয়ক মন্রণালয়ের” উদ্যোগে দেশব্যাপী পরিচালিত “জয়িতা আম্বেশন বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী “ক্যাটাগরিতে সাতক্ষীরা সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন, কাউন্সিলর জ্যোৎস্না আরা।

“আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” ও “বেগম রোকেয়া দিবস” ২০২০ উদযাপন উপলক্ষে, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে শ্রেষ্ঠ “জয়িতা” সম্মাননা প্রদান করা হয়।

জনপ্রিয়তার শীর্ষ সাতক্ষীরার শিশু ও নারী সমাজের ভাগ্যানয়নে এবং সুবিধা বঞ্চিত নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান সময় নারী নেতৃত্বের বিকল্প নেই। গরিব দুঃখী অসহায় মানুষের প্রাণের নেত্রী সততা, যোগ্যতার বিচারে সাতক্ষীরার কৃতি সন্তান গণ মানুষের প্রিয় মুখ নারী জাগরণ ও নারী আন্দোলনের অগ্নিকন্যা’ জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার (সংরক্ষিত) ১, ২ ও ৩ নং ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত কাউন্সিলর জ্যোৎস্না আরা।
তিনি ১৯৯০ সালের ছাত্র আন্দোলনে স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে যাত্রা শুরু করেন। কলেজ ছাত্রলীগের রাজনীতির মধ্যে দিয়ে পর্যায়ক্রমে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের আহবায়ক, জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, রাজপথের আন্দোলন সংগ্রামের সাহসী মুজিব সৈনিক জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিব কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও আদর্শে আদর্শিত ব্যক্তিত্ব জ্যোৎস্না আরা একজন সাদা মনের মানুষ। দ্বীনি মেহনতি শ্রমজীবী খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের সুখ দুঃখে সব সময়র সাথী জ্যোৎস্না আরা এলাকার মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তিনি ইতিমধ্যে শত শত উঠান বৈঠকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডে ও সাফল্য নারী সমাজের কাছে তুলে ধরে নারীদের সুসংগঠিত করে নারী জাগরণের দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই জ্যোৎস্না আরা মহান নারী নেত্রী গণমানুষের প্রিয় মুখ হয়ে উঠেছেন। বাল্যবিবাহ প্রতিরোধ, নিরক্ষতা দূরীকরণ, মাদক, জঙ্গি, সস্ত্রাস, নারী পাচারসহ বিভিন্ন সচেতনতা মূলক কর্মকান্ড পরিচালনা করে সফলতা অর্জন করেছেন। দেশের সংকটকালীন সময় বিশেষ করে ঘূর্ণিঝড়, বন্যা, বৈশ্বিক মহামারী করোনা চলাকালীন সময়ে সর্বোচ্চ শ্রম দিয়ে মানুষের জন্য কাজ করে চলেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!