সাতক্ষীরার দেবহাটা উপজেলার ধাপোডাঙা গ্রামের যুবলীগ নেতা মহিউদ্দিনের রান্না ঘর থেকে শনিবার সকালে তিনটি তাজা প্রেট্রোল বোমা উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
ধোপাডাঙা গ্রামের আব্দুল ওহাবের ছেলে ও উপজেলা যুবলীগের সহসভাপতি মহিউদ্দিন জানান, শনিবার সকালে তার স্ত্রী রান্না করতে যেয়ে চৌকির নীচে চাউলের বস্তার পাশে একটি ব্যাগ দেখতে পেয়ে তার সন্দেহ হয়। পরবরর্তীতে ওই ব্যাগটি সখীপুর ইউপি চেয়ারম্যান ফারুখ হোসেন রতনের কাছে নিয়ে যাওয়া হয়। তার কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই তিনটি বোমা উদ্ধার করে। তিনি আশঙ্কা করেছেন পূর্ব শত্রুতার জের ধরে অথবা নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় তাকে ফাঁসানোর জন্য রান্না ঘরে এ বোমা রাখা হয়েছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) উজ্জবল কুমার মিত্র জানান, প্রেট্রোল বোমা তিনটি তাজা। বোমা রাখার সঙ্গে জড়িতদের খুঁজ বের করার চেষ্টা চলছে।