গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে চুরি যাওয়া একটি ট্রাক ৪ দিন পর যশোর ও কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।
জিএমপি’র কোনাবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ শাখাওয়াত ইমতিয়াজ ও এ এস আই শাহপরান এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০৩০) দিনগতরাত ৩টার দিকে ওই ট্রাকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, যশোর জেলার কোতয়ালী থানাধীন জুমজুমপুর গ্রামের পিরু আলীর ছেলে মোঃ হাসান (৩২), কুষ্টিয়ার সদর থানার বাড়াদি মাঠপাড়া এলাকার মৃত সোবাহান মৃধার ছেলে আনোয়ার হোসেন (৪৭) এবং একই জেলার বারখাদা হঠাকপাড়া (ত্রিমহনী) গ্রামে মহর শেখ এর ছেলে রিন্টু শেখ।
জিএমপি’র কোনাবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ শাখাওয়াত ইমতিয়াজ জানান, গেল-২১ নভেম্বর নগরীর কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৫৬৪৫) চুরি হয়। এঘটনায় বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পরে বঙ্গবন্ধু সেতুর সিসি টিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়। পরে একজনকে ট্রাকটির কাটা অংশসহ যশোর সদর থানার বকচর ও ঝিনাইদহের শৌলকোপা থানার কদমদ্বী এলাকার জেএম ফিলিংষ্টীশনের সামনে থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২০) বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।