সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২০) রাতে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠানে ধলবাড়িয়া মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জি এম সৈকত, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা সভাপতি ও দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকলেছুর রহমান মুকুল প্রমুখ। প্রধান আলোচক জি এম সৈকত বলেন মানবতা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুঃস্থ অভিনেতা শিল্পী-সাহিত্যিকদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফরম পূরণ করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি নিজে অসহায়, দুঃস্থ শিল্পী ও সাংস্কৃতিক ব্যাক্তিদের পাশে আছি এবং থাকব, আপনারা আমার জন্য সহযোগিতা ও দোয়া করবেন। পরে রক্তের গ্রুপের পরীক্ষা ও রক্ত প্রয়োজনীয়তা বিষয়ে নামের তালিকা তৈরি করা হয়। উক্ত অনুষ্ঠানে এলাকার সর্বশ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন।