পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে চতুর্থ দিনের মত পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে সাতক্ষীরা জেলা কালেক্টরেট সহকারি সমিতির তৃতীয় শ্রেণীর সরকারী কর্মচারীরা।
সকাল ৯টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালেক্টরেট সহকারিরা অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে। এদিকে টানা চার দিন কর্মবিরতি থাকায় ভোগান্তিতে পড়েছেন সরকারি অফিসে সেবা নিতে আসা সাধারন জনগণ।
সংগঠনটির সভাপতি মাকসুদুর রহমান খান চৌধুরী সুজার সভপতিত্বে কর্মবিরতিতে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি জিন্নাতুন আরা রুপালী, সাধারন সম্পাদক ওয়াজেদুর রহমান, সহ-সাধারন সম্পাদক কাজী সফিউল আজম, সাংগঠনিক সম্পাদক শাহাদাতুল করিম বাপ্পী, সদস্য আব্দুল হান্নান, গোলাম মোস্তফা, রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, সর্বচ্চো শিক্ষিত হয়েও আমাদের কোন পদোন্নতি নেই কিন্তু অন্য অফিসে নিম্ন শিক্ষিতরা পদোন্নতি পাচ্ছেন। তারা আরো বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত দেশব্যাপী এ পূর্ণদিবস কর্মবিরতি ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।