”বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা সমবায় কর্মকর্তা খান তৈয়েবুর রহমান এর সঙ্চালনায় ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী।তিনি বলেন, সমবায় দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখতে পারে।সমবায়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমাদের উন্নয়ন প্রচেষ্টায় সমবায়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমবায়ের সঙ্গে আরো বেশি সংখ্যক নারীর সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সব জমি চাষাবাদের আওতায় আনার তাগিদ দিয়ে বলেন, আজকাল সবাই লেখাপড়া শেখে, চাকরি করে, দেশে-বিদেশে চলে যায়।
জমি কিন্তু অনাবাদি পড়ে থাকে। আমাদের যেহেতু দেশের মানুষকে খাদ্য নিরাপত্তা দিতে হবে, তাই লক্ষ্য থাকবে এই জমি যেন অনাবাদি পড়ে না থাকে। আমাদের দেশের জমি এতো উর্বর যে বীজ ফেললেই গাছ হয়, গাছ হলে ফল হয়। সে দেশের মানুষ কেন ক্ষুধার জ্বালায় কষ্ট পাবে। কাজেই আমরা এক ইঞ্চি জমিও ফেলে রাখবো না। সব জমিকে উৎপাদনের আওতায় আনতে গেলে আমরা সমবায়ের মাধ্যমেই তা আনতে পারি। সেক্ষেত্রে মালিক যেমন তার অংশ পাবে তেমনি বেশি অংশ পাবে যারা শ্রম দিচ্ছে তারা। আর একটি রক্ষণাবেক্ষণ এবং কৃষি উপকরণ সরবরাহকারী সমবায় পাবে। আমাদের নদী-নালা, খাল-বিল রয়েছে, তারপর বিশাল সমুদ্রসীমা আমরা অর্জন করেছি। আমাদের জমি উর্বর। এগুলো ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করে দেশের মানুষকে তো খাবার দিতে পারবোই, বিশ্বের অনেক দেশকেও খাবার দিতে পারবো।
তিনি আরও বলেন, বর্তমান যুগে ডিজিটাল বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন ব্যবস্থাপনা গড়ে তুলে সমবায়ের মাধ্যমেই আমাদের দেশের উন্নয়ন করতে পারব।’ আর এ জন্য দক্ষ সমবায়ীদের প্রশিক্ষণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল প্রমুখ।