বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ ও অবমাননার প্রতিবাদে ফ্রান্সের অভিযুক্ত চিত্রকরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর ২০২০) সকাল ৯ টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের মাঠ চত্বর হয়ে তৌহিদী জনতা এক মিছিল নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সমাবেশ থেকে বক্তব্য রাখেন মাওলানা কাজী অয়েজ কুরুনি, মাওলানা মুফতি হানিফুর রহমান ফয়েজী, মাওলানা আবুল হাসান, মাওলানা রবিউল ইসলাম, প্রমুখ।
বক্তাগণ ফ্রান্সের সকল পণ্য বর্জনসহ সেই দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর বিশ্বের মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। একইদিনে উপজেলার
চাম্পাফুল ইউনিয়নে বাদ জুম’আ ফ্রান্স বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাম্পাফুল ইউনিয়নের বিভিন্ন জামে মসজিদের মুসল্লিদের সমন্বয়ে বাদ জুম’আ বিক্ষোভ মিসিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উজিরপুর বাজারের চার রাস্তার মোড়ে বিশাল জনসমাবেশে আলোচনা রাখেন কেন্দ্রীয় উজিরপুর বায়তুন্ নুর জামে মসজিদের ইমাম মাওঃ আজিজুর রহমান। আলোচনায় তিনি বাংলাদেশের ফ্রান্সের দুতাবাসের মাধ্যমে জানিয়ে দিতে চান যে, মুসলমানদের হৃদয়ের স্পন্দন , মুসলমানরা তাদের জীবনের চেয়ে প্রিয় নবী হযরত মোহাম্মাদ (সঃ) কে বেশি ভালোবাসেন। তাই প্রিয় নবীকে নিয়ে ব্যাঙ্গ করা, শান্তির ধর্ম ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের হুশিয়ার করে দেন এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। বিক্ষোভ সমাবেশে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলীকা তৈরি করে তাকে জুতা মারেন ইসলাম প্রিয় জনগণ।