জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে শনিবার গোপালগঞ্জ সদরের চৌরঙ্গীতে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় মেসার্স “মিন্টু স্টোর” কে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন কোমল পানীয় রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারা অনুযায়ী ৫,০০০/- টাকা জরিমানা ধার্য্য করা হয় এবং তা আদায় করা হয়। সেই সাথে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় জব্দ ও স্পটে ধ্বংস করা হয়।
গোপালগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যবৃন্দ এবং জেলা বাজার কর্মকর্তা মো.আরিফ হোসেন সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান, সহকারী পরিচালক শামীম হাসান।