বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র চেয়ারম্যান এর নির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা জেলা প্রাশাসন ও পুলিশ বিভাগের সমন্বয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে হাতিকাটা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ এপ্রিল’২৪) বিকাল ৫.০০ ঘটিকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে হাতিকাটা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (১), মোট দুইটি মামলা ও ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম সাইফ এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মোটরযান পরিদর্শক মো: আবু জামাল।
উল্লেখ্য, মোবাইল কোর্ট চলাকালীন বেপোরোয়া গতিতে চালকসহ দুইজন আরোহী হেলমেট বিহীন অবস্থায় ট্রাফিক সিগনাল অমান্য করে মোবাইল কোর্টে দায়িত্বরত পুলিশ সদস্য এস আই মো: রতন ইসলাম কে গুরুত্ব আহত করেন এতে মোটরসাইকেলটির সামনের অংশ ভেঙ্গে যায় চালকসহ আরোহী আহত হন। আহত ৪ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।