সোমবার, ২০ মে ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটারদের দ্বারে দ্বারে আনারস প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার মন্ডল তালায় চিংড়ি মাছ প্রতীকের মশিয়ারের নির্বাচনী জনসভা আশাশুনিতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বজ্র*পাতে স্কুলছাত্র নি*হত  গোপালগঞ্জে উগ্রবাদ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর করণীয় ও প্রতিরোধে আলেমদের ভূমিকা শীর্ষক সেমিনার বৃষ্টি উপেক্ষা করে সাতক্ষীরার মেডিকেল এর সামনে বাইপাস সড়কে মোটরযানের উপর মোবাইল কোর্ট শ্যামনগরে মৎস্য ঘের জবর দখল ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন।  জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাসে কিশোর কিশোরীদের সচেতনতায় লিডার্স শ্যামনগরে জেন্ডার সংবেদনশীল  দুর্যোগ সাড়াদান প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরায় বিনা মুল্যে চোখের ছানি অপারেশন, ঔষধ ও চশমা বিতরণ

সুশীলন সহস্রাধিক অসহায় এর মাঝে ঈদ সামগ্রী প্রদানে দৃষ্টান্ত স্থাপন করেছেন-এমপি দোলন (ভিডিওসহ)

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলনের সঞ্চয় ও ঋণদান কর্মসূচীর মাধ্যমে স্থানীয় পর্যায়ে অসহায় হতদরিদ্র পরিবার ও দলীয় সদস্যদের মধ্যে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভোগ্যপণ্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সুশীলনের বাস্তবায়নে রবিবার (৭ এপ্রিল’২৪) সকাল ১০টায় সুশীলনের আঞ্চলিক কার্যালয় ১ হাজার অসহায় ও দরিদ্র ব্যক্তিদের ঈদ উপলক্ষে সুশীলনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধিক অধ্যাঃ গাজী আজিজুর রহমান এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন।

এসময়ে বক্তব্যে তিনি বলেন আ’লীগের প্রতিষ্ঠালগ্নে যে সকল ব্যাক্তিরা অগ্রনী ভুমিকা রেখেছিলেন তারমধ্যে প্রয়াত ফেরাজতুল্লাহ বিশ্বাস অন্যতম। তারই সু-সন্তানদের হাতেগড়া সুশীলন আজ নিজ এলাকা তথা দেশের অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে অবদান রেখে আসছে। শুনেছি মহামারী করোনা কালে ঘরবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী, স্বাস্থ্য উপকরণ পৌছে দিয়ে বিশেষ ভুমিকা রাখে, ঈদ উপহার পেয়ে আজ সাধারণের মুখে হাসি দেখে আমি অভিভূত হয়েছি। হতদরিদ্রদের জন্যে কিছু করতে পারাটাই সৌভাগ্যের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। জনকল্যাণমুখী কাজ করবো এবং জনগনকেই খুশি করতে জীবনের বাকী সময়টুকু নিবেদিত হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের পরিচালক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু। সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, দেশ টিভি’র জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি আমেনা বিলকিস ময়না, কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান কাজী মোফাখ্খারুল ইসলাম, সুশীলনের ইসি কমিটির সহ সভাপতি ঈলাদেবী মল্লিক ও ইসি সদস্য এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রভাষক সৈয়দ মাহমুদুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সহ সভাপতি এসএম আহমাদ উল্যাহ বাচ্চু, দৃষ্টিপত পত্রিকার বিশেষ প্রতিনিধি এস এম জাকির হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইসি কমিটির সদস্য মোস্তফা কবিরুজ্জামান মন্টু, মিলনী হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক শিমুল হোসেন, সাংবাদিক শাহাদৎ হোসেন, সাংবাদিক তাপস কুমার ঘোষ, সাংবাদিক শেখ আল নুর আহমেদ ঈমন প্রমুখ।

মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীলন এর এরিয়া ম্যানেজার আবু জাফর সিদ্দিক মিলন, অভ্যন্তরীণ অডিটর রবীন্দ্রনাথ বিশ্বাস, হিসাব রক্ষণ কর্মকর্তা কৃষ্ণা কর্মকার, সেন্টার ম্যানেজারগন, এমআইএস ও কম্পিউটার আবু রায়হান, অফিস সহকারি সাবিহাসহ কর্মীবৃন্দ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার বয়স্ক নারী ও পুরুষ, স্বামী পরিত্যাক্তা, বিধবা, প্রতিবন্ধী, অসহায় হতদরিদ্র ব্যক্তিরা ঈদের আগে খাদ্য সহায়তা পেয়ে এবং পৃথক ভাবে শিশুরা নগদ নতুন টাকা পেয়ে খুবই আনন্দিত এবং খুশি হয়েছে তেমনটাই খাদ্য সহায়তা প্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে। সুশীলন ইতিপূর্বে মহামারী করোনাসহ যেকোন দুর্যোগে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে হতদরিদ্র ও অসহায় মানুষের আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করে থাকেন। এবারের ঈদ উল ফিতরের ঈদ উপহারে রয়েছে পেঁয়াজ ১ কেজি, রসুন ৫’শ গ্রাম, ছোলা ৫’শ গ্রাম, চিনি ৫’শ গ্রাম, বুট ৫’শ গ্রাম, লবণ ৫’শ গ্রাম, লাচ্ছা সেমাই ৫’শ গ্রাম, ৫’শ গ্রাম সরিষার তৈল, মুড়ি ১ প্যাকেটসহ একটি প্যাকেজ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৪০ অপরাহ্ণ
  • ২০:০৩ অপরাহ্ণ
  • ৫:১৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!