শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘ*টনায় ভ্যানচালক নি*হত সাতক্ষীরায় অন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এমপি সেঁজুতিকে নবারুণ পরিবারের ফুলেল শুভেচ্ছা তালায় এসএসসি ও সমমান  পরীক্ষায় শতভাগ পাশ এবং বিশেষ কৃতিত্ব শিক্ষাপ্রতিষ্ঠানে সম্মাননা প্রদান আনারস প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার মন্ডলের গণসংযোগ  দেবহাটায় বসতবাড়িতে হামলা ও ভাংচুর অভিযোগ দায়ের দেবহাটায় সিভিএ বাস্তবায়নে প্রারম্ভিব সভা   শ্যামনগরে রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন এমপি আতাউল হক দোলন  সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচনের তপশীল ঘোষণা, ভোট আগামী ৬ জুন কালিগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহের উদ্বোধন করলেন ইউএনও দীপংকর দাশ দীপু(ভিডিওসহ)

শ্যামনগরে সীমানা পিলার ও তিন লক্ষাধিক টাকাসহ গ্রেপ্তার-৫

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

সীমানা পিলার সাদৃশ্য ৬ ইঞ্চি লম্বা ও সাড়ে পাঁচ ফুট মোটা একটি ধাতব বস্তু, সাড়ে তিন লক্ষাধিক টাকা, একটি হাইয়ার জিপগাড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কুলতলী গ্রাম থেকে এ আটকের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরগুনা জেলার বেতাগী থানাধীন দেশান্তরকাটি গ্রামের সলিম হাওলাদারের ছেলে আল আমিন (২৬), মাদারীপুর জেলা সদরের শ্রীনাথদি গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে মনিরুজ্জামান ওরফে মনির (৪৭), একই জেলার রাজর উপজেলার লালপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল হাকিম সরকারের ছেলে মুজিবুর রহমান সরকার (৫০), একই জেলা ও উপজেলার নুদি মধ্যপাড়া গ্রামের কাদের মিঞা ওরফে রতন মিঞার ছেলে অহিদুর রহমান খোকন (৪০), একই জেলা ও উপজেলার নয়াকান্দি মাচের গ্রামের বেল্লাল মাতুবরের ছেলে আব্দুর রহিম মাতুবর (২৫)।

শ্যামনগর থানার উপপরিদর্শক অমিত কুমার মণ্ডল শুক্রবার দুপুরে সাংবাদিকদের জানান, মাদক বিরোধী অভিযান থাকাকালিন বৃহষ্পতিবার দুপুরে দেড়টার দিকে তিনি জানতে পারেন যে, মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের মাদার গাজীর ছেলে আব্দুল মজিদ গাজীর বাড়িতে একটি সীমানা পিলার রাখা আছে। প্রতারণার মাধ্যমে কথিত ওই সীমানা পিলার কেনা-বেচার জন্য কয়েকজন অপেক্ষা করেছে। সে অনুযায়ি তার নেতৃত্ব পুলিশ মজিদ গাজীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়িতে অভিযান পরিচালনা করার সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে প্রতারক চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ পাঁচজনকে আটক করে। আটককৃত আল আমিনের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৬ইঞ্চি লম্বা ও সাড়ে পাঁচ ইঞ্চি মোটা একটি ধাতব পিলার উদ্ধার করা হয়। পিলারের গায়ে লেখা ছিল ইস্ট ইণ্ডিয়া কোম্পানী ১৮১৮। আসামী মনিরুজ্জামানের হাতে থাকা একটি ব্যাগ থেকে তিন লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়। এ ছাড়া তাদের কাছে থাকা ৫টি মোবাইল ও তাদের বহনকাটি একটি হাইয়ার জিপগাড়ি (ঢাকা মেট্রো- ট-১৮-৯১৪৫) জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা পালিয়ে যাওয়া আসামী হিসাবে পটুয়াখালি জেলা সদরের আজগার আলীর ছেলে আবু বক্কর (৫০) ও শ্যামনগর উপজেলার কুলতলী গ্রামের, মাদার গাজীর ছেলে আব্দুল মজিদ গাজীর কথা বলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় উপপরিদর্শক অমিত কুমার মণ্ডল বাদি হয়ে বৃহষ্পতিবার রাতে গ্রেপ্তারকৃত পাঁচজনসহ সাতজনের নামে উল্লেখ কর থানায় একটি মামলা (২৪ নং) দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৭ অপরাহ্ণ
  • ২০:০০ অপরাহ্ণ
  • ৫:১৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!