সাতক্ষীরার তালায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ প্রচেষ্টার মামলা, তদন্তে মিথ্যা প্রমাণিত, মিথ্যা মামলা কারির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর।
উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নের পাঁচ পাড়া গ্রামের মৃত্য আঃ আজিজ মোল্লার পুু্ত্র জহর আলী আপন চাচাতো ভাই জসিম উদ্দিন ও বোন কুলসুম বিবি নিকট থেকে জমি ক্রয় করে দখল নিতে চাইলে বাধা দেয় আপন চাচাতো ভাই মৃত সামছুর মোল্লার পুত্র আলমগীর হোসেন। তার সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে আলমগীর বাদী হয়ে আদালতে একটি মামলা করেন যার পি–নং১১৪৫/১৯।তাঃ-২২/৯/১৯ এবং সি,আর,পি-২৭/১৯ (পাটকেলঘাটা) পৃথক দুটি মামলা দায়ের করে। মামলা দুটি মিথ্যা প্রমানিত হওয়ায় বিঞ্জ আদালত মামলা দুটি খারিজ করে দেন।
ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জহর আলীর ভাই শের আলী, মিরআলী, ভাইপো তাজেলকে আসামী করে গত ২৫ মার্চ ২০২০ তারিখে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আলমগীর হোসেনের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে কন্যা হীরা ধর্ষণ প্রচেষ্টা মামলা করেন যার পিটিশন মামলা নং-১৫৭/২০২০ তারিখ ২৫/৩/২০২০ইং। বিঞ্জ আদালত মামলাটি তদন্তের জন্য তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উপর অর্পণ করেন। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার মামলাটি তদন্তের জন্য বাদি বিবাদী ও স্বাক্ষীদের উপস্থিতিতে তদন্ত করলে ঘটনাটি মিথ্যা প্রমাণিত হয়েছে এইমর্মে একটি রিপোর্ট আদালতে প্রেরন করেন। এ ব্যাপারে স্থানীয় ইউ, পি,সদস্য মান্নান খাঁ এ প্রতিবেদককে জানান, জহরআলী এবং আলমগীর আপন চাচাতো ভাই তাদের জমি নিয়ে নিয়ে বিরোধ ছিল আমি উপস্থিত থেকে গত ৩০ মার্চ বিরোধটি মিমাংসা করে দিয়ে একটি আপোষ নামা করে দেয়। কিন্তু আপোষ মিমাংসার ৫ দিন আগে গোপনে আলমগীর তার স্ত্রী রোজিনাকে দিয়ে কন্যা ধর্ষণ প্রচেষ্টা মিথ্যা মামলা করেন যা অত্যান্ত দুঃখ জনক। আমি এ মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি এ মিথ্যা মামলার বাদীকে শাস্তির জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। বর্তমান সরকার ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আলমগীর হোসেন তার আপন চাচাতো ভাই দের শায়েস্তা করার জন্য স্ত্রী কে দিয়ে কন্যা ধর্ষণ প্রচেষ্টা মিথ্যা মামলা করায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্ষণ প্রচেষ্টার মিথ্যা মামলা দায়ের করায় জেলা প্রশাসক হস্তক্ষেপ কামনা করেছেন করেছেন ভুক্তভোগী পরিবার। এলাকাবাসীর দাবী মিথ্যা ধর্ষণ প্রচেষ্টা মামলার বাদীকে শাস্তির আওতায় আনা হোক। যাহাতে আর কেউ মিথ্যা মামলা করতে সাহস না পায়।