সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন- ৯৫০ এর ত্রি বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৪ ফেব্রয়ারী) এ নির্বাচনে পৃথক ১৭টি পদের বিপরীতে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। মোট ২২৪৬জন ভোটারের মধ্যে ১৮৮৫ জন ওোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেণ। এরমধ্যে ৭৮টি ভোট বাতিল বলে গন্য করেছেন নির্বাচন কমিশন। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে এ নির্বাচনে ছাতা প্রতিকে ৯৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সুমন হোসেন, তার একমাত্র প্রতিদ্বন্দী প্রার্থী সাবেক সভাপতি মনিরুল ইসলাম তার চেয়ার প্রতিকে ৮৯৪ ভোট পেয়ে পরাজিত হন। পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাহের হোসেন। তিনি মটর সাইকেল প্রতিকে ১৩৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি বাস প্রতিকে ৪২৬ ভোট পেয়ে পরাজিত হন সহিদুল ইসলাম। সহ সভাপতি হয়েছেন দুইজন বটগাছ প্রতিকে ৮৮৯ ভোট পেয়ে মহাতাপ হোসেন ও দেয়াল ঘড়ি প্রতিকে ৬৫৭ ভোট পেয়ে কবিরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফুটবল প্রতিকে ৮৩৪ ভোট পেয়ে জহুরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দী টিউবঅয়েল প্রতিকে ৭৭৭ ভোট পান মহাতাপ। যুগ্ম সাধারণ সম্পাদক মোরগ প্রতিকে ১০৭২ ভোট পেয়ে শাহিনুর রহমান, অপর প্রার্থী শফিকুল ইসলাম আনারস প্রতিকে পান ৪৬৮ ভোট, সহ সাংগঠনিক সম্পাদক টেলিফোন প্রতিকে ৭৫৪ ভোট পেয়ে মহাতাপ উদ্দীন রহমান নির্বাচিত হন, রমজান আলী সরদার হাতি প্রতিকে পান ৬৫৭ ভোট, কোষাধ্যক্ষ মই প্রতিকে ৫৫৬ ভোট পেয়ে আব্দুস সালাম, রকিবুল হাসান এরোপ্লেন প্রতিকে পান ৪৬৬ ভোট, অফিস সম্পাদক কলস প্রতিকে ৯০৪ ভোট পেয়ে সাইফুল ইসলাম, দাউদ আলী বই প্রতিকে পান ৫৮৬ ভোট, সহ সম্পাদক মোমবাতি প্রতিকে ৮৯৯ ভোট পেয়ে হাফিজুল ইসলাম, বাবুল হোসেন সুর্যমুখী প্রতিকে পান ৫৮৪ ভোট, সড়ক সম্পাদক পদে গরুর গাড়ী প্রতিকে ৫০২ ভোট পেয়ে আকরাম হোসেন, রকিবুল ইসলাম আপেল প্রতিকে পান ৪০৯ ভোট, প্রচার সম্পাদক কলস প্রতিকে ১০৯৭ ভোট পেয়ে শেখ ফরিদ, মাইক প্রতিকে আব্দুর রহমান পান ৩৮৮ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাঁস প্রতিকে ৭৭০ ভোট পেয়ে শহিদুল ইসলাম, ব্যাটবল প্রতিকে সিদ্দিক গাজী পান ৭৫৫ ভোট, সমাজকল্যাণ সম্পাদক পদে ঘোড়া প্রতিকে ৮২৮ ভোট পেয়ে আজমির হোসেন, বাবুল গাজীর তার তালা প্রতিকে পান ৫৭৮ ভোট। সদস্য যথাক্রমে ভ্যান প্রতিকে ৬০৫ ভোটে শেখ আকরাম হোসেন, ডাব প্রতিকে ৫৯৯ ভোট পেয়ে আব্দুল হামিদ এবং রজনীগন্ধা প্রতিকে ৪৬১ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন এ্যাডঃ জাফরুল্লাহ কুতুবউদ্দিন মোঃ ইব্রাহিম। সচিব ছিলেন মাষ্টার শফিকুল ইসলাম ও সদস্য ছিলেন মহিদ হোসেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণ করেণ কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ আজাহার আলী, থানার তদন্ত অফিসার প্রবীর কুমার সানা,
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, জেলা জাতীয় জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চেয়ারম্যান নাজমুল হোসেন নাঈম প্রমুখ। নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে থানা পুলিশ আন্তরিক হয়ে কাজ করেছেন।