রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আনারস প্রতীকে ভোট চেয়ে মতবিনিময় ও গণসংযোগ  দেবহাটায় কন্যা শিশু ধর্ষণের চেষ্টায় মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সুস্থতা কামনা বঙ্গবন্ধুর সমাধিতে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ-এর শ্রদ্ধা সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এপ্রিল-২০২৪ অনুষ্ঠিত কালীগঞ্জে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক সম্প্রীতি বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সাকিব সভাপতি, রাহাত সম্পাদক  স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত সাতক্ষীরার ১২ গুণীজন ও এক প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ এর সুস্থতা কামনা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের

দৈনিক সাতক্ষীরা সংবাদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় উৎসব মূখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে ‘সত্য প্রকাশে অবিচল’ এই স্লোগানে পাঠক নন্দিত ও বহুল প্রচারিত দৈনিক সাতক্ষীরা সংবাদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সাফল্যের প্রথম বছর পদার্পণ উপলক্ষে রবিবার (১৮ ফেব্রুয়ারি’২৪) সকালে শহরের কোরাইশী ফুড পার্কের সেমিনার কক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক ও প্রকাশক শাহ আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন সাতক্ষীরা-২আসন থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সংবাদপত্র একটি জনগুরুত্বপূর্ণ মাধ্যম। দালালী বা তাবেদারী না করে দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করতে হবে। স্বাধীনতা বিরোধীদের সন্তানেরা সু-কৌশলে আওয়ামী লীগ ও সাংবাদিকতায় প্রবেশ করেছে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি সারা বাংলাদেশে দয়ার উপরে ১১টি সিট পেয়েছে। সাতক্ষীরা সদরে জাতীয় পার্টিকে যে আসনটি দেওয়া হয়েছে সেটিও দয়া করে। গভীর ষড়যন্ত্রের মাধ্যমে সাতক্ষীরা সদরের আসনটি জাতীয় পার্টিকে দেওয়া হয়েছে। তারা মহান জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করিনা। তাদের থেকেও বেশি আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে। একমাত্র মায় বলতে পারে তার সন্তানের পিতা কে ? ঠিক তেমনি গত ৭ জানুয়ারির নির্বাচনে যাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে সে নিজেই ভালো বলতে পারবেন তিনি কিভাবে বিজয়ী হয়েছেন।

সাতক্ষীরার গুটি কয়েক দালাল ও দুষ্টু মানুষেরা এলাকার উন্নয়ন চায়না বলেই আমাকে গভীর চক্রান্তের মাধ্যমে পরাজিত করেছে। তিনি আরো বলেন, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। এই পত্রিকায় কর্মরত গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ প্রকাশ করে। সমাজের অবহেলিত মানুষের বিভিন্ন দিক নিয়ে তারা সংবাদ প্রকাশ করেছে। এতে সাধারণ মানুষের মাঝে আস্থা অর্জন করতে পেরেছে অল্প সময়ের মধ্যে। নানান চড়াই-উতরাই পেরিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করল সাতক্ষীরার অন্যতম পাঠকপ্রিয় দৈনিক সাতক্ষীরা সংবাদ। পাঠকের চাহিদা পূরণ করা ছাড়া একটি গণমাধ্যমের দীর্ঘযাত্রা সম্ভব নয়। মানুষের ভালোবাসা নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকা। দেশকে এগিয়ে নিতে এবং সাধারণ মানুষের কথা তুলে ধরতে সাংবাদিকতার পেশাদারিত্ব বজায় রেখে দ্বিতীয় বছরে পা রাখল পাঠকের চাহিদা পূরণ করা ছাড়া একটি গণমাধ্যমের দীর্ঘযাত্রা সম্ভব নয়। মানুষের ভালোবাসা নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকা। দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকা এক বছর পূর্তিতে এই প্রতিষ্ঠানের সব গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের সফলতা ও মঙ্গল কামনা করছি।”

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, যুব নেতা মীর মহিতুল আলম মহি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি জিয়াউর বিন সেলিম যাদু, তুজুলপুর কৃষক ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মো. ইয়ারব হোসেন, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক ইঞ্জি: আবির হোসেন রনি, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি খন্দকার আনিছুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সাংবাদিক হাফিজুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী মীর শাহিনুর রহমান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী, জেলা যুবলীগের সদস্য সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি গাজী ফরহাদ, সাংবাদিক এস.এম রেজাউল ইসলাম, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক মো. রবিউল ইসলাম, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মুহিদ প্রমুখ।

“বক্তারা পত্রিকাটির শুরু থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে দেশ ও জাতির উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকাটির সম্পাদক শাহ আলমকে ধন্যবাদ জানিয়ে বলেন, পাঠকের চাহিদা পূরণ করা ছাড়া একটি গণমাধ্যমের দীর্ঘযাত্রা সম্ভব নয়। মানুষের ভালোবাসা নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকা।”

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে সবাইকে মিষ্টি মূখ করান। এসময় জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পাঠক নন্দিত ও বহুল প্রচারিত দৈনিক সাতক্ষীরা সংবাদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্পাদকসহ পত্রিকা সংশ্লিষ্টদেরকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকা পরিবারের সদস্যসহ সকল পর্যায়ের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৭ অপরাহ্ণ
  • ২০:০০ অপরাহ্ণ
  • ৫:১৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!