সাতক্ষীরার কালিগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাফিয়া পারভীন।
রবিবার বিকাল ৪ টায় প্রায় ৪ শতাধিক মটরসাইকেল সহ শোভাযাত্রার মাধ্যমে কর্মী সমর্থকদের নিয়ে পূজা মন্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে শারদীয় দূর্গা উৎসবে মতবিনিময় করেন। এসময় তার সাথে সফর সঙ্গী হিসাবে ছিলেন কৃষ্ণনগর ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, জবেদ আলী, আফসার আলী সহ শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিকাল ৫ টায় বিষ্ণপুর ইউনিয়নের কোমরপুর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কোমরপুর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ কমিটির সভাপতি তাপস মজুমদার ও সাধারন সম্পাদক শম্ভু কর্মকার সহ পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ। সন্ধ্যা সাড়ে ৬ টায় কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন এসময় উপস্থিত ছিলেন নেঙ্গী পূজা মন্ডপ কমিটির সভাপতি শরস কুমার সরকার ও সাধারন সম্পাদক সুধীর কৃষ্ণ মন্ডল সহ পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ। সন্ধ্যা সাড়ে ৭ টায় কৃষ্ণনগর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পূজা মন্ডপ কমিটির সভাপতি দীপক কুমার হালদার ও সাধারন সম্পাদক ডাঃ সুশান্ত কুমার ঘোষ সহ পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে, প্রতি বছর ব্যাপক পরিসরে শারদীয় দূর্গা উৎসবের আয়োজন থাকলেও করোনার প্রভাবে এবার আয়োজন অনেকটাই সীমিত। তবুও আনন্দের কমতি নেই সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। সামাজিক দূরত্ব বজায় রেখে কোনরুপ বাঁধা বিপতী ছাড়াই শারদীয় দূর্গা উৎসব পালন হচ্ছে।