বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
এডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভা শ্যামনগরের কৈখালী পোলের খাল খনন কর্মসূচির উদ্বোধন কালিগঞ্জ উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্ধ: প্রচারণা শুরু দেবহাটার কুলিয়া উপ-নির্বাচনে মেম্বর প্রার্থীকে হয়রানির অভিযোগ! কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় ২৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ তালায় ৬০ বছর ধরে অবৈধ দখলে থাকা ৩৩ বিঘা সরকারি জমি উদ্ধার খুলনা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তীব্র গরমে পানি হাতে শহরের রাস্তায় পুলিশ সুপার আল-বেলী আফিফা  আলিপুরে যানবাহনের উপর মোবাইল কোর্ট তালায় কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলার উদ্বোধন

কালিগঞ্জে পৃথক ঘটনায় ১২০০ পিস ইয়াবা ও নগদ ৩৮ হাজার টাকাসহ পাঁচ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৮৩৮ বার পড়া হয়েছে

পুলিশের পৃথক অভিযানে এক হাজার ২০০ পিস ইয়াবা, ৩৮ হাজার নগদ টাকা ও পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজন মাদক ব্যবসায়িকে।

বৃহষ্পতিবার রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের বাসস্টান্ড ও শীতলপুর থেকে এসব উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর জেলার শার্শা উপজেলার ট্যাংরা জামতলা গ্রামের আব্দুর জব্বারের ছেলে মাদক ব্যবসায়ি ইমরান হোসেন (২৬), এই উপজেলার গিলাপুর গ্রামের মোস্তফা কায়ুমের ছেলে নাহিদ পারভেজ (৪০), সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের শহীদ হোসেনের ছেলে মনিরুজ্জামান মনি ওরফে পুটে (৫৮), তার বাড়ির ভাড়াটিয়া উপজেলার মৌতলা গ্রামের মশিউর রহমানের ছেলে রাফায়েত আলী রফু (৪৭) ও তার ছেলে ঈশান (১৯)।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ইয়াবার একটি বড় চালান নিয়ে যশোরের কয়েকজন মাদক ব্যবসায়ি উপজেলা সদরের বাসস্টান্ড সংলগ্ন একটি বেসরকারি বালিকা বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে বৃহষ্পতিবার সন্ধ্যা সাড় ৬টার দিকে তার নেতৃত্ব পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার সময় ওই স্কুলের সামনে থেকে ইমরান ও কায়ুমকে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গোপন খবরের ভিত্তিতে বৃহষ্পতিবার রাত সোয়া নয়টার দিকে তার নেতৃত্ব পুলিশ নাজিমগঞ্জ বাজার সংলগ্ন শীতলপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ি মনিরুজ্জামান মনি ওরফে পুটের বাড়িতে অভিযান চালায়। গৃহকর্তা পুটে ও তার ভাড়াটিয়া রাফায়েতের বাসা থেকে এক হাজার ২০ পিস ইয়াবা, নগদ ৩৮ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় পুটে, রাফায়েত ও তার ছেলে ঈশানকে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসন জানান, এসব ঘটনায় সহকারি উপপরিদর্শক শেখ জামাল হোসেন ও সহকারি উপপরিদর্শক তরুণ কুমার অধিকারী বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্রন আইনে শুক্রবার পৃথক দু’টি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!