দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
পিআইডি সূত্রে প্রাপ্ততথ্য মতে জানাযায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় গত ৮ জানুয়ারি গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিতস্কি, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।