গোপালগঞ্জে মসজিদ কমিটি গঠনের দ্বন্দ্বের জের ধরে তুহিন মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার বেলা আড়াইটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের চর বয়রা গ্রামে নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তুহিন মোল্লা চর বয়রা গ্রামের আকরাম মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আকরাম মোল্লা ও মহিবুল্লা’র মধ্যে মসজিদের কমিটি গঠন নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে।
এ নিয়ে জুম্মার নামাজের পর আকরাম মোল্লার ছেলে, তুহিন মোল্লা বিষয়টি শোনা-মেলা করতে গেলে মহিবুল্লা’র ছেলে রাজু মোল্লার নেতৃত্বে মিজান মোল্লা, ছোটন মোল্লা, মাহিদুল, রাজিব ও মারুফ টেটা নিয়ে (মাছ ধরার বিশেষ অস্ত্র) তুহিন মোল্লাকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে পরিবার ও স্থানীয়রা মারাত্মক আহত তুহিন মোল্লাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম ঘটনার সত্যতা প্রকাশ করে বলেন,
নিহত তুহিন মোল্লার মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।