গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে যমুনা গ্রুপের দখলে থাকা ২৬বিঘা জমি উচ্চ আদালতের নির্দেশে উচ্ছেদ পরিচালনা করা হয়েছে।
বুধবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় মিরপুর মৌজার প্রায় ২৬ বিঘা ১৯৯৬ সালে স্থানীয়দের কাছ থেকে ক্রয় করে ইউনেস্কো গ্রুপ। ১৯৯৭ সালে যমুনা গ্রুপ গাজীপুর দেওয়ানী আদালতে পৃথক দুটি পেনশন মামলা দায়ের করেন। ওই মামলায় জয়ী হয়ে ওই জমি যমুনা গ্রুপ দখলে নিয়ে স্থাপনা তৈরি করে। ২০০৪ সালে ইউনেস্কো গ্রুপ উচ্চ আদালতে আপিল করলে তাদের পক্ষে রায় হয়। উচ্চ আদালত যমুনাগ্রুপের দখলে থাকা ওই জমি ইউনেস্কো গ্রুপকে বুঝিয়ে দেয়ার নিদের্শনা দিলে গাজীপুর জেলা দায়রা জজ আদালতের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ইউনেস্কো গ্রুপের আইনজীবি এডভোকেট তবারক হোসেন জানান, সকল দীর্ঘ আইনী প্রক্রিয়া সম্পন্নের পর আদালতের নির্দেশে জমিগুলো ইউনেস্কো গ্রুপকে বুঝিয়ে দেয়ার জন্য আদালতের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়।
তবে, যমুনাগ্রুপের আইনজীবি এডভোকেট এটিএম হানিফ জানিয়েছেন, ওই জমিতে অন্য আরও একটি মামলা চলমান রয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় কোনভাবেই উচ্ছেদ অভিযান পরিচালিত হতে পারে না। এছাড়া কোন রকম নোটিশ ছাড়াই উচ্ছেদ পরিচালনা করা এটা আইন বিরোধী।