সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী গ্রামের একটি চিংড়ি ঘেরে এক যুবককে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের পিতা শঙ্কর সরকার বাদি হয়ে মঙ্গলবার সকালে কারো নাম উল্লেখ না করে এ মামলা দায়ের করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, শোভনালী ইউপি সদস্য আজিজুর রহমানর ভাই মুক্তাজুল ইসলাম, চাচাতো ভাই সাগর হোসেন ও বৈকারঝুটি গ্রামের ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক লিটন হোসেন।
মৃতের কাকা চিত্তরঞ্জন সরকার জানান, শোভনালী বিলের নিজস্ব মাছের ঘেরের বাসায় রবিবার রাতে অবস্থান করছিলেন শঙ্কর সরকারের ছেলে চন্দ্রশেখর সরকার। সোমবার সকালে তার খোঁজ না পেয়ে ঘের এলাকায় খুঁজতে যান তিনিসহ পরিবারের সদস্যরা। খোজা-খুঁজির এক পর্যায়ে ঘেরে দেওয়া ডাল-পালার মধ্যে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
অভিযোগ, রবিবার রাতে নিজস্ব চিংড়ি ঘেরের বাসায় তাকে অন্ডোকোষ চেপে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘেরের মধ্যে থাকা ঝোপঝাড়ে ফেলে রাখা হয়।
আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, চন্দ্রশেখরকে শ্বাসরোধ করে ও অন্ডোকোষ চেপে ধরে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পিতা শঙ্কর সরকার বাদি কারোর নাম উল্লেখ না করে মঙ্গলবার থানায় একটি মামলা (২৩নং) দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় মোবাইল ফোনে ডেকে আনা হয়েছে।