সাতক্ষীরার কালিগঞ্জে ধান চাষিদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে পাঁচটি ইউনিয়নের ১শ ৩২ জন ধান চাষীর মাঝে কৃষি উপকরণ দেয়া হয়েছে।
জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্কার এর অর্থায়নে বাংলাদেশ সরকারের কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তর এর বাস্তবায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর সহযোগিতায় আম্পানে ক্ষতিগ্রস্ত ধান চাষীদের মাঝে ডিএপি সার ৫০ কেজি, এমওপি সার ২৫ কেজি, বীজ ধান ১০ কেজি ও সাইলো ড্রাম বিতরণ করা হয়েছে। কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল। সুশীলন এর উপ-পরিচালক ও বন্ধু কল্যাণ সমিতির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন , সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিএম আল মামুন, ফিল্ড কো-অর্ডিনেটর কৃষিবীদ উত্তম কুমার পাল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ কাজী তোবারক হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমদ উল্লাহ বাচ্চু, সুশীলনের আনারুল ইসলাম প্রমুখ।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল এসময় বক্তব্যে বলেন- ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী সুশীলন এর উদ্যোগে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বর্তমানে কৃষকদের উৎপাদনের সহযোগিতায় কৃষি সামগ্রী বিতরণ একটি সময়উপযোগী উদ্যোগ। কৃষককূল যথাযথ চাষ ও ফসল উদপাদন করলো মানে আমরা ভাল থাকবো কৃষক ভাল থাকবে। পরিকল্পিত ভাবে চাষাবাদ করতে হবে তাহলে উৎপাদন ভাল হবে। তিনি বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের ধন্যবাদ জ্ঞাপন করে আরও বলেন আমাদের সম্পদ আছে সেটিকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি করতে হবে। বর্তমানে কৃষিবান্ধব সরকার আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবে। অনুষ্ঠানে অনুষ্ঠানে ১শ ৩২ জন ধানচাষী কে কৃষি উপকরণ বিতরণ করা হয়। এছাড়া সবজি চাষি ৮৮ জনকে বীজ, মুরগি পালনকারী ১শ ৭৭ জন কে পাঁচটি করে মুরগি এবং ১শ ২জন মাছ চাষীদের মাছ উৎপাদনে ১শ কেজি খাদ্য দেওয়া হবে। অনুষ্ঠানে সাংবাদিক, কৃষক, কৃষাণী, সরকারি কর্মকর্তা ও সুশীলনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।